পিৎজা ডেলিভারি বয়

বাংলা কৌতুক

পিৎজা ডেলিভারি বয়

অফিসে নুতন ম্যানেজার এসেছেন। তিনি আবার খুবই রাগী প্রকৃতির মানুষ!
ম্যানেজার প্রথম দিন অফিসে ঢুকেই দেখলেন সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু একটা হাঁদা টাইপের আনস্মার্ট ছেলে শুধু এদিক ওদিক তাকিয়ে ঘুরছে!
ব্যাস! ম্যানেজার গেলেন প্রচন্ড রেগে! তিনি চিৎকার করে ছেলেটাকে ডেকে বললেন- কত টাকা বেতন পাও তুমি?
– জ্বি, ১০ হাজার টাকার মতো পাই স্যার।
ম্যানেজার বাবু পকেট থেকে মানিব্যাগ বের করলেন। সেখান থেকেই ১০ হাজার টাকা বের করে ছেলেটাকে দিয়ে বললেন-
আর কোনদিন তোমার মত ফাঁকিবাজকে আমার অফিসে দেখতে চাই না!! এখনই বিদায় হও!!
ছেলেটা কিছু না বলে টাকাটা নিয়ে চুপচাপ মাথা নিচু করে চলে গেলো!
ম্যানেজার এরপর ক্যাশিয়ারকে ডেকে বললেন- ছেলেটা কোন ডিপার্টমেন্টে? এখনই ওর নাম কেটে দিন!
ক্যাশিয়ার মাথা নিচু করে জানালো- ছেলেটা পিৎজা ডেলিভারি দিতে এসেছিল স্যার!!

****

সংগৃহীত

আরও পড়ুন: টাহা তো মোর ধারে

ডেস্কটপ ভিউ দেখুন