দুই টনের এসি মাত্র বত্রিশ কেজি!

বাংলা কৌতুক

দুই টনের এসি মাত্র বত্রিশ কেজি!

গ্রামের মাতব্বর চিন্তাগ্রস্ত মুখে চা স্টলে বসে আছেন।

তার এক বন্ধু জিজ্ঞাস করেন – কি ব্যাপার? সব ভালো তো!

মাতব্বর – আর বলিস না! দুই টনের এসি কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কেজি! এভাবে ঠকাবে, আমার ধারণার বাইরে!

****

ফ্রিজে প্রস্রাব করেছিস!

ছেলে : মা, আমাদের টয়লেটটা অনেক ভালো।

দরজা খুললে লাইট জ্বলে, দরজা বন্ধ করলে লাইট অফ হয়।

মা : ওরে বদের হাড্ডি, তুই আজও ফ্রিজে প্রস্রাব করেছিস!

****

সংগৃহীত

আরও পড়ুন: টাহা তো মোর ধারে

ডেস্কটপ ভিউ দেখুন