কৌতুক: ভালো পাত্র চেনার উপায়

বাংলা কৌতুক

ভালো পাত্র চেনার উপায়

 

পাত্রীর বাবার কাছে ঘটক এক পাত্রের খোঁজ নিয়ে গিয়েছেন-
পাত্রীর বাবা: ছেলের ব্যবহার কেমন?
ঘটক: খুব ভালো।
পাত্রীর বাবা: তো কেমন ভালো, উদাহরণ দাও শুনি।
ঘটক: এক খুনের মামলায় ১০ বছর জেল হয়েছিল। ব্যবহার দেখেই তো জেল কর্তৃপক্ষ সাজা দুই বছর মকুব করেছে।
পাত্রীর বাবা: ছেলে আমার মেয়েকে যে কখনই ছেড়ে যাবে না, তা কী করে বুঝব?
ঘটক: আপনি নিশ্চত থাকুন। ছেলে এখন পর্যন্ত তার কোনো গার্লফ্রেন্ডকেই ছাড়েনি।

****

আরও পড়ুন: টাহা তো মোর ধারে

সংগৃহীত

ডেস্কটপ ভিউ দেখুন