রূপচর্চায় নারকেল এর পানি অত্যন্ত কার্যকরী। বিউটি কেয়ার গুলো রূপচর্চার জন্য এখন নারিকেলের পানি ব্যবহার করছে। নারিকেলের পানিতে আছে ভিটামিন সি, এনজাইম, ওমেগা-৩ ফ্যাটি এসিড, এমাইনো এসিড, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম যা ত্বকের যত্নে অত্যন্ত উপকারী। রূপচর্চায় নারিকেলের পানি কিভাবে ব্যবহার করবেন নিচে বিস্তারিত দেয়া হল।
আরও পড়ুন: রূপচর্চায় মসুর ডালের ব্যবহার
নারিকেলের পানি ফেসওয়াশ হিসাবে ব্যবহার করুন
ফেসওয়াশ হিসাবে আপনি নারিকেলের পানি ব্যবহার করলে উপকার পাবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় নারিকেলের পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই উপকার বুঝতে পারবেন।
আরও পড়ুন: আইশ্যাডো লাগানোর টিপস
নারিকেলের পানি ফেস মাস্ক হিসাবে ব্যবহার করুন
নারিকেলের পানির সাথে হলুদ ও চন্দন গুড়া মিক্স করে ফেস মাস্ক তৈরি করে মুখে ব্যবহার করুন। ১ চামচ হলুদ ও ১ চামচ চন্দনের গুড়া এবং ৩-৫ চামচ নারিকেলের পানি মিশিয়ে ফেস মাস্ক তৈরি করুন। এই মাস্ক আপনার মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই অবাক হবেন।
সূত্র:বোল্ড স্কাই