লিপস্টিকের রং কি হবে বুঝতে পারছেন না? কোন রঙের লিপস্টিক লাগালে আপনাকে বেশি সুন্দর দেখাবে? আপনার গায়ের রঙ, মেকাপ এবং পোশাক অনুসারে লিপস্টিক দেওয়ার নিয়ম শেয়ার করা হল। পড়ে দেখুন হয়তো আপনার কাজে লাগতে পারে।
আরও পড়ুন: আইশ্যাডো লাগানোর টিপস
লিপস্টিক লাগানোর নিয়ম
দিনের আলোয় হালকা রঙের লিপস্টিক ও রাতে গাঢ় রঙের লিপস্টিক লাগাবেন।
আপনার ঠোঁট যদি লম্বা হয়ে থাকে তাহলে বাদামী, রক্তবর্ণের বা ব্রোঞ্জ কালার লিপস্টিক ব্যবহার করুন।
আপনার ঠোঁট যদি পাতলা হয় তাহলে গোলাপি লিপস্টিক ব্যবহার করুন।
ত্বক তৈলাক্ত হলে লাল বা বাদামি লিপস্টিক ঠোটে লাগবেন।
আরও পড়ুন: দাঁত সাদা করার ঘরোয়া পদ্ধতি
আপনার গায়ের রঙ ফর্সা হলে গাঢ় গোলাপি অথবা ক্যারামেল লিপস্টিক ব্যবহার করবেন।
আপনার গায়ের রঙ যদি কালো হয় তাহলে পাম ওথবা ওয়াইন শেড লিপস্টিক ব্যবহার করতে পারেন।
রাতের পার্টিতে যেতে চাইলে একটু গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করবেন।
লিপস্টিক সরাসরি ঠোঁটে না লাগিয়ে আগে হাতের আঙুলে লাগিয়ে কেমন দেখায় চেক করে পরে ঠোটে লাগান।
আরও পড়ুন : রূপচর্চায় নারকেল এর পানি
ছবি সূত্র : রয়টার্স