ব্রণ দূর করার ঘরোয়া উপায়

মুখের ব্রণ সমস্যা ঘরোয়া পদ্ধতি মেনে দূর করা সম্ভব। কেমিক্যাল ক্রিম ব্যবহার করে ব্রণ দূর হলেও স্কিনের অনেক ক্ষতি হয়। তাই ব্রণ দূর করার ঘরোয়া উপায় জেনে নিন। এই ঘরোয়া টিপস মেনে আপনি ত্বকের কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ব্রণের সমস্যার সমাধান করতে পারবেন।

আরও পড়ুন: ত্বকের মৃত কোষ দূর করার উপায়

গ্রিন টি: এতে রয়েছে প্রদাহরোধী উপাদান। এক কাপ গরম পানিতে দুই টেবিল চামচ গ্রিন টি পাতা ১০ মিনিট রেখে দিন। এরপর কাপের পানিতে তুলার বল ডুবিয়ে নিয়ে ব্রণ আক্রান্ত স্থানে মাখিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ডিমের সাদা অংশ: ত্বকের লোম কূপ টানটান করে দেয় ডিম। মধুর সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। দশ বা পনের মিনিট পর ধুয়ে ফেলুন।

টি ট্রি তেল: হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডস কমাত সাহায্য করে এই তেল। ব্রণ কমাতে চাইলে এক ফোঁটা টি ট্রি তেল প্রতিদিন ব্যবহৃত ক্লিঞ্জারে দিয়ে ব্যবহার করুন।

আরও পড়ুন: বগলের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

অ্যাপল সাইডার ভিনিগার: এতে রয়েছে ব্যাকটেরিয়া ধ্বংস করার অ্যান্টিবায়োটিক উপাদান। এটা ব্রণের জীবাণু ধ্বংস করে ব্রণ সেরে দেয়। ভিনিগারের সাথে দ্বিগুণ পরিমাণ ডিস্টিল্ড ওয়াটার মিশিয়ে নিন। ব্রণ আক্রান্ত স্থানে এটা টোনার হিসেবে কিছুদিন ব্যবহার করুন।

বরফ: বরফ ব্রণ সমস্যা কমাতে খুব ভালো কাজ করে। বরফ লালচে ভাব কমায় এবং সংক্রমণ দূর করে। ব্রণের স্থানে ঘষে ঘষে বরফ লাগাবেন।

আরও পড়ুন: মেছতার দাগ দূর করার ঘরোয়া উপায়

ডেস্কটপ ভিউ দেখুন