বগলের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

বগলের নিচে কালো দাগ বা আন্ডারআর্ম মেয়েদের বিরক্তিকর একটি সমস্যা। বগলের কালো দাগের জন্য হাতাকাটা পোশাক পরে লজ্জাবোধ করেন অনেক নারী। এই সমস্যার প্রাকৃতিক সমাধান হিসাবে বগলের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় দেয়া হল।

মরা কোষ জমে সাধারণত বগলের নিচের অংশ কালো হয়ে যায়। এছাড়া শেভিং করার কারনে, ডায়াবেটিস এর কারণে, অতিরিক্ত বডি স্প্রে বা ডিওডোরেন্ট ব্যবহারের কারণে, কিংবা ওজন বাড়া বা কমার কারণে তৈরি হতে পারে এই দাগ। বিচ্ছিরি এই কালো দাগ ঘরোয়া কিছু উপাদান দিয়ে খুব সহজে দূর করা যাবে।

আরও পড়ুন: ত্বকের মৃত কোষ দূর করার উপায়

বগলের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়

আলু

যে কোনো কালো দাগ দূর করার জন্য আলু বেশ কার্যকর। এতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যেটা ত্বকের জ্বালাপোড়া রোধ করে। আলু টুকরো করে কেটে নিয়ে বা আলুর রস বগলের কালো দাগের জায়গায় ঘষুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করার পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। দিনে দুইবার এটি ব্যবহার করুন।

শসা

শসাতেও আলুর মতো প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে যেটা ত্বকের কালো দাগ হালকা করে দেয়। শসা পাতলা টুকরো করে কেটে নিয়ে কালো দাগের উপর ম্যাসাজ করুন। দিনে দুইবার এটি করুন। এছাড়া লেবুর রস, হলুদের গুঁড়ো এবং শসার রস একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটি বগলের কালো দাগের স্থানে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এটি ব্যবহার করুন।

আরও পড়ুন: মেছতার দাগ দূর করার ঘরোয়া উপায়

বেকিং সোডা

বগলের কালচে দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকরী। অল্প পরিমাণ পানি বেকিং সোডার সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। তারপর বগলের নিচের ত্বকে এই মিশ্রনটি ভালো করে ঘষে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে ৪ বার ব্যবহার করুন। দেখবেন বগলের কালো দাগ ধীরে ধীরে দূর হয়ে যাবে।

লেবু

প্রাকৃতিক ব্লিচিং হিসেবে লেবু কাজ করে। পাশাপাশি শক্তিশালী অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে। লেবুর রস কিন্তু ত্বক রুক্ষ করে ফেলে। তাই লেবুর রস ব্যবহারের পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। বগলে কালো দাগের উপর লেবু কেটে নিয়ে ঘষুন। দশ মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এটি ম্যাসাজ করে ত্বকে লাগাবেন। এটি সপ্তাহে তিন/চারবার ব্যবহার করুন। লেবুর রস, মধু, হলুদের গুড়ো এবং টকদই একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটা কালো দাগের জন্য বগলে ব্যবহার করতে পারেন। কালো দাগ দূর করতে এটি সাহায্য করবে।

আরও পড়ুন: ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

নারকেল তেল

নারকেলের তেল হলো বগলের কালো দাগ দূর করতে আরেকটি কার্যকর ঘরোয়া ঔষধ। নারকেল তেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই রয়েছে যেটা ত্বকের কালো দাগ হালকা করে ফেলতে পারে। নারকেল তেল কালো দাগের স্থানে ১০-১৫ মিনিট ম্যাসাজ করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে দুইবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহার করলে সহজেই বগলের কালো দাগ দূর হবে।

সূত্র: টপ টেন হোম রিমিডিস

ডেস্কটপ ভিউ দেখুন