লইট্যা শুটকি ভুনা রেসিপি

ছবি: লইট্টা মাছের শুটকি ভুনা

সাদা ভাতের সাথে লইট্যা শুঁটকি ভুনার কথা শুনলেই জিভে জল আসে। একঘেমেয়ি স্বাদ দূর করতে লইট্টা মাছের শুটকি ভুনা রান্না করতে পারেন। লইট্যা শুটকি ভুনা রেসিপি শিখে নিন আজই।

আরও পড়ুন: চ্যাপা শুটকি ভুনা রেসিপি

উপকরণ

আরও পড়ুন: কাচকি মাছের চচ্চড়ি রেসিপি

রেসিপি

গরম পানিতে শুঁটকি মাছ ৩০ মিনিট ভিজিয়ে রাখবেন। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর মাছগুলো তিন থেকে চার টুকরো করে কেটে নিন ৷ এখন গরম পানিতে মাছগুলো ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন। পানি ঝরে গেলে মাছ হালকা থেঁতো করে নেবেন। তারপর মাছের মোটা কাঁটা বেঁছে ফেলে দিয়ে মাছ গুলো আলাদা করে রাখুন।

প্যানে অল্প তেল গরম করে পেঁয়াজ কুচি এবং খানিকটা লবণ দিয়ে ভাজতে থাকুন । কিছুক্ষণ ভাজার পর রসুন বাটা, টমেটো বাটা এবং লাল মরিচ গুঁড়া দিয়ে ভালো ভাবে কষিয়ে ফেলুন। তেল বেরিয়ে এলে অল্প পরিমান পানি এবং লবণ দিয়ে নাড়তে থাকুন।

আরও পড়ুন: ইলিশ মাছের লেজ ভর্তা

এরপর রসুন কুচি ও মরিচ বাদ রেখে অন্যান্য সকল মসলা দিয়ে শুঁটকি মাছ গুলো কষিয়ে নেবেন। মসলা শুকিয়ে আসলে অল্প একটু করে পানি দেবেন যেন নিচে না লেগে যায়।

কিছুক্ষণ নেড়ে নেবার পর রসুন কুচি দিয়ে ভালো ভাবে নেড়ে খানিকটা পানি দিয়ে প্যান ঢেকে দিন। ফুটে উঠলে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে চুলার আঁচ কমিয়ে দিন।

মাখা মাখা হয়ে গেলে চুলা বন্ধ করে ঢেকে রাখুন পাঁচ মিনিট। হয়ে গেল মজাদার লইট্যা মাছ এর শুটকি ভুনা। এখন ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন লইট্টা শুটকি ভুনা।

ছবি সূত্র: ইন্টারনেট

ডেস্কটপ ভিউ দেখুন