আলুর দম তৈরির রেসিপি

ছবি : আলুর দম

আলুর দম খুব মজাদার খাবার। আলুর দম কিভাবে বানায় জানেন কি? এটা রান্নার পদ্ধতি একেবারে সহজ। আজ তাহলে আলুর দম তৈরির রেসিপি জেনে নিন। এর রেসিপি শিখে মাঝে মাঝে রান্না করতে পারবেন নিরামিষ মজাদার এই খাবার।

আরও পড়ুন: আলু পুরি বানানোর নিয়ম

উপকরণ :

আরও পড়ুন: সবজি পিয়াজু রেসিপি

রান্নার পদ্ধতি :
লবণ দিয়ে আলু গুলো ভালো করে সেদ্ধ করে নিন। এরপর খোসা ছাড়িয়ে নিয়ে অল্প পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন।

কড়াইয়ে তেল ঢেলে চুলায় বসিয়ে তেল গরম করে এতে আলু দিয়ে ভেজে নিন। ভাজা হলে আলু সরিয়ে রেখে এবং ঐ তেলে জিরা তেজপাতা ফোড়ন দিন।

তারপর আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে টমেটো পিউরি দিয়ে ভালো করে ভেজে ফেলুন। এখন টমেটো পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে লাল মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন।

এরপর আলু দিয়ে ভালো করে ভাজুন। এখন পানি দিয়ে ফুটতে দিন এবং চিনি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলুন।

আরও পড়ুন: আলু দিয়ে কাতলা মাছের ঝোল

ডেস্কটপ ভিউ দেখুন