ভার্জিন মোহিতো রেসিপি

ভার্জিন মোহিতো

ভার্জিন মোহিতো বর্তমান সময়ের পপুলার এবং রেফ্রিশিং পানীয়। এটা বানানোর রেসিপি একদম সহজ। খরচ ও খুবই কম। তাহলে ভার্জিন মোহিতো তৈরির রেসিপি শিখে নিন।

আরও পড়ুন: বেলের শরবত

উপকরণ

আরও পড়ুন: আনারসের শরবত রেসিপি

তৈরির নিয়ম

একটা লম্বা ধরণের গ্লাসে লেবু, পদিনা, চিনি এবং লবন নিয়ে লম্বা কিছু দিয়ে কয়েক সেকেন্ড ক্রাশ নিতে থাকুন। বেশিক্ষণ করা যাবে না তাহলে তিতো হয়ে যাবে।

এরপর বরফ দিয়ে উপর থেকে স্প্রাইট ঢেলে একটু নেড়ে দিন। এখন আপনার পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন কিউবার মজাদার পানীয় ভার্জিন মোহিতো।

আরও পড়ুন: পুদিনা পাতার শরবত

Photo Credit: YouTube

ডেস্কটপ ভিউ দেখুন