ডালিমের জুস খেতে মজার এবং উপকারি এবং দেখতেও চমৎকার। শিশুদের জন্যও এটি খুব উপকারী। ডালিমের জুস রেসিপি শিখে নিন আজ।
আরও পড়ুন: ভার্জিন মোহিতো রেসিপি
উপকরণ:
- ডালিম ২টা,
- লেবু অর্ধেক,
- পানি ১ গ্লাস,
- আইস কিউব ১০/১২ টি,
- ১ চিমটি বিটলবণ।
আরও পড়ুন: বেলের শরবত
প্রণালি: ডালিম এর খোসা ছিলে সকল বিচি বের করে নিতে হবে। আইস কিউব ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ডারে একসাথে নিয়ে ২/৩ বার ব্লেন্ড করে নিতে হবে।
তারপর ছেঁকে গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করুন। যাদের ঠাণ্ডার সমস্যা তারা আইস/বরফ দেবেন না।
আরও পড়ুন: আনারসের শরবত রেসিপি
Photo Credit: Wikimedia