পুরোদমে জিতের নতুন সিনেমা ‘প্যান্থার’-এর শুট চলছে। আগামী আগস্ট মাসেই ছবি রিলিজ় হবে। সবসময় দেখা যায়, জিতের নতুন ছবির গান এর ক্ষেত্রে ভালো গানের একটা ভূমিকা থাকে। জিতের নতুন মুভি ‘প্যান্থার’ এর ক্ষেত্রেও ছবির মিউজ়িকে রয়েছে এক দারুণ চমক।
আরও পড়ুন: ছেলেকে নিয়ে ছবি করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়
সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এই ছবিতে বলিউডের জনপ্রিয় গায়ক সুখবিন্দর সিংহকে প্লে-ব্যাক করতে দেখা যাবে। এবং অতীতে শিল্পী সুখবিন্দরের গলায় কখনো কোনও বাংলা গান শোনা যায়নি। এটাই এই সিনেমার নতুন চমক।
অংশুমান প্রত্যুষ পরিচালিত এই অ্যাকশন থ্রিলার মুভিতে জিতের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা দাস।