স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল না হলে কোন সংসার ই টেকে না। সংসার সুখের হবার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক হতে হবে। মেয়েরা ছোটবেলা থেকে যেমন বর চায়, বিয়ের পর দেখা যায় বর মনের মতন হয়নি। আজ জেনে নিন স্বামীকে বশে রাখার উপায় বা স্বামীর মন জয় করার কৌশল।
আরও পড়ুন: ভালো স্বামী হওয়ার উপায়
সম্মান দিন
সারাদিন বরের উপরে খিট খিট করা বোকা মেয়েদের কাজ। স্বামীকে নিয়ন্ত্রণ করতে চাইলে আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। সবসময় খিটখিট করা এবং ভুল করলেই ঝগড়া করা মেয়ে কখনো স্বামীকে বসে রাখতে পারবে না। তাই সবসময় স্বামীকে তার প্রাপ্য সম্মান দিন।
উৎসাহ দিন
সব মানুষ ভুল করে। অনেকবার সাবধান করা সত্ত্বেও বর কোন ভুল করে ফেলছে। কষ্ট হলেও রাগ চেপে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন। চোখ পাকিয়ে না উঠে তার ভুল বোঝান, সান্ত্বনা দিন। তাঁকে ভাল করে কাজ করার জন্য উৎসাহ দিন।
সব সময় নরম হওয়া যাবে না
আপনি নরম হলে স্বামী পছন্দ করে বলে সবসময় নরম হবেন না। এতে আপনার ক্ষতি হতে পারে। আপনার স্বামী যা ইচ্ছে তাই করতে চাইবে। এজন্য স্বামী যা বুঝাবে তাই না বুঝে নিজের বুদ্ধি বা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন। খারাপ কিছু মনে হলে কঠিন হতে হবে আপনাকে।
আরও পড়ুন: সাদা স্রাবের কারন ও প্রতিকার
অনুভূতির প্রতি খেয়াল রাখুন
কথায় বলে নারীরা নাকি পুরুষের মন পড়তে পারে। যদি তাই হয়, আপনার মধ্যে থাকা গুণটা কাজে লাগিয়ে ফেলুন। আপনার স্বামীর মন পড়ে ফেলুন। বুঝতে চেষ্টা করুন, সে কী চায়? তাঁর ভাল লাগা, খারাপ লাগা আগে ভাগেই বুঝে নিন। বরের সব কথার বিপক্ষে কথা বলে খুব বেশি রাগাতে যাবেন না তাঁকে। তাঁর পছন্দের জিনিস মাঝে মধ্যে উপহার দিন। সে অফিস থেকে ফেরার আগে তাঁর পছন্দের খাবার তৈরি করে রাখুন।
বদভ্যাস তাড়ান
স্বামীর বাজে অভ্যাস গুলো দেখিয়ে দিন। এটার ক্ষতি বা অপকারিতা বোঝান। বার বার বুঝিয়ে দেবার পর ও যদি বদভ্যাস ছাড়াতে না পারেন তাহলে আপনাকে একটু কঠিন হতে হবে।
সেনসিটিভ হন
সাধারণত পুরুষরা মেয়েদের থেকে বেশি সেনসিটিভ হয়ে থাকে। যদি সেক্স লাইফে আপনি সন্তুষ্ট না থাকেন তাহলে তাঁর জন্য বার বার নিজের কপাল কে দোষ দিয়ে থাকেন হয়ত। এটা মানসিক ভাবে আপনার স্বামীকে ভেঙে ফেলতে পারে। তাই মনের মধ্যে কথা না চেপে রেখে তাঁকে বুঝিয়ে বলুন আপনি কতটা সুখী বা আরো সুখী হবার জন্য কি করা যায়।
আরও পড়ুন: মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়
পরামর্শ দিন
কাজের চাপে যে প্রয়োজনীয় কাজগুলো ভুলে যায় সেগুলি মনে করিয়ে দিন। যেমন ধরুন স্বামীকে মনে করিয়ে দিলেন ফোন করে মায়ের খোঁজ খবর নেওয়া দরকার। অথবা তাঁর পোর্টফোলিও তে এবার একটু পরিবর্তন আনা দরকার। তাঁকে পরামর্শ দিন, কোন কোন কোম্পানিতে সে ইন্টারভিউ দিতে যেতে পারে।
ঘরের কাজে দায়িত্ব দিন
শুধু অফিস বা ব্যবসার কাজ নয়, মাঝে মাঝে স্বামীকে ঘরের টুকিটাকি কাজে লাগিয়ে দিন। ছুটির দিনে বরকে বলুন আজ তুমি আমাকে রান্না করে খাওয়াবে। ফ্রিজ পরিষ্কার বা ঘর সাজানোর দায়িত্ব স্বামীকে দিন। স্বামীকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অবশ্যই স্বামীর পাশে থাকবেন।
উপরের দেয়া স্বামীকে কাছে রাখার উপায় গুলি কিছুদিন মেনে চললেই বুঝতে পারবেন, আপনার স্বামী ঠিক আপনার মনের মত হয়েছে।
আরও পড়ুন: ভালো স্বামী চেনার উপায়
ছবি সূত্র: ইন্টারনেট