ভালো স্বামী হওয়ার উপায়

বিয়ের মাধ্যমে দুটি মানুষ সারা জীবনের বন্ধনে বাঁধা পড়ে। একজন ভালো স্বামীর করনীয় যতটা না স্বামী তার থেকে বেশি বন্ধু হয়ে উঠতে হয়। ভালো স্বামী হওয়ার উপায় নিচে আলোচনা করা হল।

আরও পড়ুন: স্বামীকে বশে রাখার উপায়

হাজার চেষ্টা করেও কোনো মানুষ একশো ভাগ নিখুঁত হয় না। এজন্য শতভাগ নিখুঁত হবার চেষ্টা না করে বরং মানসিক ভাবে পরিপূর্ণ হওয়ার জন্য চেষ্টা করবেন। স্ত্রী ভুল করে ফেললে ভুলগুলো হাসি মনে মেনে নেবার চেষ্টা করবেন। দেখবেন একসময় হাসিমুখে ভুল ক্ষমা করা আপনার অভ্যাস হয়ে গেছে। বউয়ের প্রতি দায়িত্ব পালনে কখনো পিছপা হবেন না। সম্পর্কের প্রতি মানসিক ভাবে নিজেকে দায়বদ্ধ রাখবেন।

যে কোন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সততা এবং বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। গবেষণায় প্রমাণিত হয়েছে যে সকল দম্পতি পরস্পরের প্রতি সৎ নয়, একে অপরকে বিশ্বাস করতে পারেনা, তাঁদের সম্পর্কের বাঁধন তেমন শক্ত হয় না। ভালো স্বামীর বৈশিষ্ট্য হল স্ত্রীকে অহেতুক সন্দেহ না করে তাকে বিশ্বাস করা। এজন্য সম্পর্ক অটুট রাখতে স্ত্রীর প্রতি সবসময় সৎ থাকুন।

আরও পড়ুন: সাদা স্রাবের কারন ও প্রতিকার

স্ত্রীর অনুভূতি এবং প্রয়োজনগুলোর প্রতি সংবেদনশীল থাকুন। মনে রাখবেন, নারীরা এমন পুরুষের সঙ্গে সারাজীবন কাটাতে চায় না যে তার আবেগ, অনুভূতি গুলোকে সম্মান করে না। তাই আপনার স্ত্রীর আবেগ অনুভূতির উপর দায়িত্বশীল হতে হবে।

মানসিক এবং শারীরিক ভাবে পাশে থাকা সুখি দাম্পত্য সম্পর্কের জন্য খুবই জরুরি। একটু হাসি, একটু ছোঁয়া একটি সম্পর্ক মজবুত করিয়ে দিতে পারে। তাই নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে একদম দ্বিধা করবেন না।

সম্পর্ক সুন্দর রাখতে চাইলে একে অপরকে সম্মান করা খুবই প্রয়োজন। ভালো স্বামী হতে চাইলে নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন, যেন আপনার স্ত্রী কখনো আপনার কাছে নিজেকে ছোট না মনে করে এবং নিরাপত্তা হীনতায় না ভোগে।

আরও পড়ুন: মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

কোন নারী অলস পুরুষ পছন্দ করে না। অনেক পুরুষ ছুটির দিনে টিভি দেখে বা ইচ্ছাকৃত ভাবে বসে থাকে। মনে রাখবেন ছুটির দিন মানে বসে থাকা নয়। নিজের কাজ গুলো ছুটির দিনে করে ফেলুন। সপ্তাহে একদিন নিজেরা সংসারের কাজ গুলো ভাগাভাগি করে নিয়ে করুন। স্ত্রীর কাজে, রান্নায় করতে পারেন। দেখবেন আপনি হয়ে উঠেছেন আপনার স্ত্রীর মনের মত স্বামী।

স্ত্রী যত বড় ভুল করুক তার গায়ে হাত তুলবেন না। মনে রাখবেন ছোট বা নোংরা মানসিকতার পুরুষ বউকে মারধর করে। জীবনে চলতে গেলে ভুল হবেই, আপনার স্ত্রী ও ভুল করতেই পারে। তার জন্য আপনি তার গায়ে হাত তুলবেন না। রাগ হলে ঘর থেকে বেরিয়ে বাইরে ঘুরে আসুন। পরে রাগ কমে গেলে স্ত্রী যে ভুল করেছে সেটা তাকে বোঝান। এই চর্চা করতে পারলে আপনি হয়ে উঠতে পারবেন একজন আদর্শ স্বামী।

আরও পড়ুন: ভালো স্বামী চেনার উপায়

ছবি সূত্র: ইন্টারনেট

ডেস্কটপ ভিউ দেখুন