করোনা ভাইরাস রোগ থেকে মুক্তির দোয়া

করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া

করোনা ভাইরাস এখন আতঙ্কের নাম। মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাস রোগ সহ সব ধরনের মহামারি ও সংক্রামক ব্যাধি থেকে মুক্তির জন্য নিচে দুটি দোয়া দেয়া হল। নতুন সৃষ্ট সংক্রামক রোগ বালাই থেকে রক্ষা পেতে বেশি বেশি করে দুয়া পড়তে মিজানুর রহমান আজহারী সহ অন্যান্য ইসলামী স্কলাররা।

আরও পড়ুন: নামাজ পড়ার সঠিক নিয়ম

করোনা ভাইরাস থেকে বাঁচতে যে দুআ পড়বেন

‘আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।’ (আবু দাউদ)

বাংলা অর্থ: ‘হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।’ (সুনানে আবু দাউদ)

নতুন সৃষ্ট সংক্রামক রোগ বালাই থেকে বাঁচার জন্য নিচের দোয়াটি পড়বেন

‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’ (তিরমিজি)

বাংলা অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ মহামারি ও সংক্রামক ভাইরাস ব্যাধি থেকে হেফাজত করুক।

আরও পড়ুন: কোরবানির মাংস বন্টনের নিয়ম

ছবি সুত্র: ফেসবুক

ডেস্কটপ ভিউ দেখুন