সেহরি ও ইফতারের দোয়া এবং নিয়ত

ramadan mubarak

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং ভোগ বিলাস থেকে বিরত থাকার নাম রোজা। সকল সুস্থ সবল মুসলমানের জন্য রমজান মাসে প্রতিদিন রোজা রাখা ফরজ। রমজানের রোজার সেহরি ও ইফতারের দোয়া এবং নিয়ত বাংলা উচ্চারণ ও আরবিতে নিচে দেয়া হল। আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আমীন!

আরও পড়ুন : নামাজ পড়ার সঠিক নিয়ম

রোজার নিয়ত আরবি বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলা অর্থ : হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া আরবি বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।

আরও পড়ুন : করোনা ভাইরাস রোগ থেকে মুক্তির দোয়া

Photo by Rafsan Rafsi on Behance

ডেস্কটপ ভিউ দেখুন