সিল্কের শাড়ি ১০ টাকা
এক লোকের স্ত্রী বেড়াতে এসে এক জায়গায়
একটা সাইনবোর্ড দেখল। তাতে লেখা,
“বিশাল মূল্য ছাড়। সিল্কের ১০ টাকা,
জামদানি ৮ টাকা ও সুতি শাড়ি ৫ টাকা।” এটা
দেখে সে তার স্বামীকে বলল-
স্ত্রী: দেখো, কী বিশাল ডিসকাউন্ট,
অবিশ্বাস্য। এখনই আমাকে ৩০০ টাকা দাও।
ইচ্ছেমতো শাড়ি কিনে আনি।
স্বামী: এতো উত্তেজিত হওয়ার কিছু নেই।
ওটা লন্ড্রির দোকান।
****
সংগৃহীত