অনেকেই নাইট ক্রিম ব্যবহার করে থাকেন। তবে নাইট ক্রিম ব্যবহার করার নিয়ম না জানলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই আসুন নাইট ক্রিম ব্যবহারের নিয়ম জেনে নিই।
আরও পড়ুন: ঠোঁটের কালো দাগ দূর করার উপায়
ভালো ব্র্যান্ড বা কোম্পানির নাইট ক্রিম ব্যবহার করতে হবে। কারণ নকল বা এমন কিছু ক্রিম আছে যাতে ত্বকের জন্য ক্ষতিকর কেমিক্যাল থাকে, যার কারণে পুড়ে যেতে পারে আপনার স্কিন। তাই কেনার সময় অরিজিনাল কিনা এবং ভাল ব্র্যান্ড দেখে কিনবেন।
এলার্জি আছে যাদের তারা প্রতিদিন না ব্যবহার করে একদিন পর পর নাইট ক্রিম ব্যবহার করবেন।
নাইট ক্রিম লাগানোর আগে ফেসওয়াশ বা সাবান দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে হবে। তারপর মুখ শুকিয়ে গেলে ক্রিম লাগাতে হবে। তবে ক্রিম মুখে বেশি ঘষবেন না কারন এতে চামড়া উঠতে পারে।
যাদের স্কিন তৈলাক্ত, তারা দিনে ক্রিম ব্যবহার করবেন না। পাশাপাশি দিনে পাঁচ ছয় বার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন। এতে ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে।
আরও পড়ুন: মেছতার দাগ দূর করার ঘরোয়া উপায়
মুখের মতো গলা এবং কানে ও ক্রিম লাগাবেন। কারন মুখ ফর্সা হলে যদি গলা বা কান কালো হয়ে থাকে তাহলে খুবই খারাপ দেখাবে।
স্কিন মোমামুটি ফর্সা রঙ হলে প্রতিদিন ক্রিম লাগানোর দরকার নেই। তখন একদিন অথবা দুইদিন পর পর ক্রিম ব্যবহার করবেন। এতে আপনার স্কিনের কোন সমস্যা হবার সম্ভাবনা থাকবে না।
আশা করি সবাই নাইট ক্রিম ব্যবহারের নিয়ম মোটামুটি জানতে পেরেছেন। তাহলে নিয়ম মেনে ব্যবহার করুন আর কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট করতে পারেন।