সুস্বাস্থ্যের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকা দরকার। তাই কোন খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে জেনে রাখা দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেসব খাবার সেগুলি নিয়মিত খেতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির খাবার গুলোর তালিকা নিচে দেয়া হল।
আরও পড়ুন: মিষ্টি আলুর উপকারিতা
কাঠবাদাম
হরেক রকম বাদামের ভেতর কাঠবাদাম ভালোভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর মধ্য রয়েছে ভিটামিন-ই। এ ছাড়া রয়েছে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও আঁশ। তাই একমুঠো বা আধা কাপ কাঠবাদাম নিয়মিত খাদ্যতালিকায় রাখুন।
আদা
মাংস বা মাছ- যেকোনো রান্নার একটি অনন্য অনুসঙ্গ আদা। এই ঝাঁঝালো মশলাটিতে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেটিভ উপাদান। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপকারী।
হলুদ
এই হলদে রঙের মশলাটি রান্নার স্বাদ ও গন্ধ বাড়ায়। কেবল রান্নাতেই নয়, বহুকাল ধরে বিভিন্ন ভেষজ চিকিৎসায় হলুদের ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে থাকা কারকিউমিন রোগ-জীবাণুর সঙ্গে লড়াই করে দেহকে সুস্থ রাখে। ২০১৭ সালে করা একটি গবেষণায় বলা হয়, কারকিউমিনে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী প্রভাব রয়েছে।
পালং শাক
এই শাকে রয়েছে ফ্ল্যাবোনয়েড, ক্যারোটিনয়েডস, ভিটামিন-সি, ভিটামিন- ই। ভিটামিন- সি ও ভিটামিন- ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ। গবেষণায় বলা হয়, পালং শাকের মধ্যে থাকা ফ্ল্যাবোনয়েড ঠান্ডা-কাশি ও সিজনাল ফ্লুয়ের সঙ্গে লড়াই করে।
ব্রকলি
অনেকটা ফুলকপির মতো সবুজ রঙের এই সবজিটি ভিটামিন সি-এর চমৎকার উৎস। এর ভেতর আরও রয়েছে সালফোরাফেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যতালিকায় এই সবজিটি রাখাও ভালো সমাধান।
কোন কোন খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে জানতে পেরেছেন। সুস্থ থাকার জন্য এখন এই খাবার গুলি নিয়মিতি খেতে চেষ্টা করেবেন।
সূত্র: মেডিকেল নিউজ টুডে