শিশুর পেটে কৃমি সমস্যা চিরন্তন। শিশুর কৃমি রোগ হলে শিশুরা খেতে চায় না, পেট ফেপে থাকে এবং খাবার সময় বমি করতে চায়। শিশুর কৃমি হলে করনীয় কি জানেন? শিশুর কৃমির ঔষধ এবং বাচ্চাদের পেটে কৃমি হলে করনীয় কি তা জানিয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এর সহযোগী অধ্যাপক,ডা. সজল আশফাক। তাহলে জেনে নিন শিশুর কৃমি দূর করার উপায় কি।
আরও পড়ুন: বাচ্চাদের জ্বর হলে করণীয় কি
শিশুর কৃমির লক্ষণ
- শিশুর পেটব্যথা হবে
- শিশুরা খেতে চাইবে না
- শিশুর পেট ফাঁপা থাকবে
- বাচ্চাদের কৃমির লক্ষন হল খাবার সময় বা অন্য সময় বমি বমি ভাব করবে
শিশুদের কৃমির ঔষধ খাওয়ার নিয়ম
- শিশুর কৃমির চিকিৎসা করার আগে পেটে কৃমি হয়েছে নিশ্চিত হওয়া দরকার। প্রয়োজনে শিশুর পায়খানা পরীক্ষা করে দেখতে পারেন।
- শিশুর কৃমির চিকিৎসায় মেবেন অথবা আরমক্স সিরাপ ১ চামচ করে সকাল এবং রাতে ৩ দিন খাওয়ানো যবে।
- ২ বছরের কম বয়সী বাচ্চাদের আলবেন (২০০এমজি) ট্যাবলেট ১টা খাওয়ালেই হবে।
- বাচ্চাদের যে কোনো ঔষধ খাওয়াতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন।
আরও পড়ুন: শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়
শিশুর কৃমির সমস্যা প্রতিরোধে যা করবেন
- সবসময় বাচ্চাদের হাত-পায়ের নখ কেটে ছোট রাখুন।
- শিশুদের টয়লেটে স্যান্ডেল ব্যবহার করার অভ্যাস তৈরি করুন।
- শিশুদের খাওয়ার আগে এবং টয়লেট বের হবার পরে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবার অভ্যাস তৈরি করুন।
- প্রতিদিন রান্না করার আগে সকল তরকারী ও শাক সবজি ভাল করে ধুয়ে নিন। এবং রান্নার আগে আপনার হাত ও ভাল করে ধুয়ে নিন।
- মাংস রান্না করলে ভাল করে সেদ্ধ করে নিয়ে শিশুদের খেতে দিবেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীত