বর্তমান সময়ে বিভিন্ন কারনে অস্বাভাবিক হারে ভেঙে যাচ্ছে প্রেমের সম্পর্ক। কেউ সম্পর্ক ভেঙ্গে গেলে সব ঝেড়ে ফেলে নতুন জীবনের পথে এগিয়ে যায়। আবার কেউ পুরনো প্রেম ভোলার উপায় না পেয়ে একান্তে কেঁদে বুক ভাসায়। কেউ আবার জীবন শেষ করে ফেলতে চায়। সম্পর্ক নষ্ট হয়ে গেলে কষ্ট পাওয়া স্বাভাবিক। কিন্তু এই সময় সামনে এগিয়ে যাবার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহন করাটা খুব জরুরী। পুরনো প্রেম ভুলে থাকার উপায় সম্পর্কে নিচে কিছু পরামর্শ দেয়া হল।
আরও পড়ুন: ভালো স্বামী হওয়ার উপায়
সময় দিন নিজেকে
যে আপনাকে ভালবাসে না তার কথা ভেবে সময় নষ্ট করবেন না। বরং সেই সময়টা নিজেকে দিন। যে কাজ গুলো করতে আপনার ভালো লাগে সেই কাজ গুলি করুন। প্রিয় লেখকের গল্প, উপন্যাসের বই পড়তে পারেন। ভাল মুভি দেখতে পারেন। পরিবারের জন্য পছন্দের খাবার রান্না করতে পারেন। আসল কথা হচ্ছে, নিজের কাছে নিজেকে মূল্যবান করে তুলতে হবে। অন্যের অবহেলার কথা ভেবে তাহলে আর মন খারাপ হবে না।
সৃজনশীল কাজ করুন
এই সময় মন দিতে পারেন সৃজনশীল কাজে। ছবি আঁকতে পারেন, ছড়া/কবিতা লিখতে পারেন। যদি আপনি একমনে কোনো কাজ করতে বসেন তখন অন্য সকল চিন্তা আপনার মাথা থেকে চলে যাবে। নিজের সৃজনশীল কাজের প্রতি যত্নশীল হতে পারলে অন্য কারোর যত্ন না পেলেও আপনার কষ্ট হবে না।
আরও পড়ুন: স্বামীকে বশে রাখার উপায়
ঘুরে আসুন
দূরের কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। প্রকৃতির কাছাকাছি গেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি নিজের কষ্ট ভুলে যাবেন। নতুন করে নিজেকে আবার আবিষ্কার করতে পারবেন। যেটা আপনার নতুন করে পথ চলার মনোবল হবে।
বাস্তবতা ভাবুন
মন খারাপ না করে পুরানো প্রেম ভুলার জন্য ভাবুন। যে সম্পর্ক ভেঙে গেছে আপনার জন্য সেটা কতটুকু স্বস্তির ছিল। সে আপনাকে সত্যি ভালোবাসতো কি না? নাকি কোন স্বার্থের জন্য আপনার সাথে সম্পর্ক করেছিল? সম্পর্কটি চলতে থাকলে ভবিষ্যতে বড় কোনো সমস্যা হতে পারতো কি না? পুরানো সঙ্গীর কাছে আপনার অবস্থান সম্মানজনক ছিল কতটুকু? নিজেকে এই প্রশ্নগুলো করলে আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। সবকিছু ভেবে যদি মনে হয় সম্পর্ক না রাখাই ভাল তাহলে এটা নিয়ে আর কষ্ট পাবার দরকার কি?
নতুন সম্পর্ক
প্রেম ভালবাসার সম্পর্ক ভেঙে গেলে মানুষ একাকিত্ব দূর করতে খুব দ্রুত নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে চায়। এবং বেশিরভাগ মানুষ এটা করতে গিয়ে ভুল করে ফেলে। সঠিক প্রেমিক বা প্রেমিকা নির্বাচন করতে পারে না। এজন্য নতুন কোনো সম্পর্কে জড়ানোর জন্য তাড়াহুড়ো করবেন না। ভেবে চিন্তে নতুন সম্পর্ক তৈরি করার সিদ্ধান্ত নিন।
প্রথম প্রেম কখনো ভুলা যায়না।