পণ্য ক্রয় করে ক্যাশব্যাক গ্রহণ করা কি জায়েজ? আমাদের দেশে অনেক দোকান মালিক অথবা কোম্পানি এভাবে অফার দেয় যে, তাদের পণ্যটি ওই শোরুম থেকে কিনলে এতো টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এভাবে পণ্য ক্রয় করে ক্যাশব্যাক গ্রহণ ইসলাম ধর্মে কি জায়েজ হবে?
আরও পড়ুন : রক্ত বিক্রি করা কি জায়েজ
পণ্যের দাম কমিয়ে রাখা এটা বিক্রেতার ইচ্ছাধীন। তাই পণ্যক্রয় করার পর ক্যাশব্যাক প্রদান এটি বিক্রেতার পক্ষ থেকে পণ্যমূল্য কমিয়ে দেওয়ার হুকুমে হবে। সেই হিসেবে ক্যাশব্যাক গ্রহণ করাতে কোনো সমস্যা নেই।
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা।
তথ্যসূত্র: হেদায়া ৩/৭৫, মাজমাউল আনহুর ৩/১১৫, দুররুল মুখতার ৭/৩৭৯