খুশকি, যত্নের অভাব, বা বিভিন্ন শারীরিক অসুস্থতার জন্য চুল পড়ে যায়। ঘরোয়া পদ্ধতিতে নতুন চুল গজানোর উপায় আছে। ফেরাতে পারেন ঝরে যাওয়া চুল নতুন করে। জেনে নিন অল্প সময়ে নতুন চুল গজানোর উপায় কি কি।
আরও পড়ুন: টাক পড়া বন্ধ করার উপায়
পেঁয়াজের রস
পেঁয়াজের রস খুব দ্রুত চুল গজাতে সাহায্য করে। কয়েক ফোঁটা আসেন্সিয়াল অয়েল ও লেবুর রস মিশিয়ে পেঁয়াজের রস লাগান চুলের গোড়ায়। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার প্যাক
৪ থেকে ৫ চামচ অ্যালোভেরা জেল এর সঙ্গে ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ১ চা চামচ মধু ও ক্যাস্টর অয়েল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি আঙ্গুলের সাহায্যে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন এই প্যাক।
জবা ফুলের প্যাক
জবা ফুলের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদান চুল পড়া কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জবা ফুলের পাপড়ি প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার এর কাজ করে। চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো জবা ফুল নিন। পাপড়ি আলাদা করে পেস্ট তৈরি করে নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। সপ্তাহে দুই দিন ব্যবহার করুন চুল পড়া বন্ধ হবে ও নতুন চুল গজাবে।
ক্যাস্টর অয়েল
নারিকেল তেল ও অলিভ অয়েল মিশিয়ে নিন ক্যাস্টর অয়েলের সঙ্গে। তেলের এই মিশ্রণ সামান্য গরম করে রাতে ঘুমানোর আগে ভালো করে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। পরদিন শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল গজাবে দ্রুত।