টাক পড়া সমস্যা নিয়ে অনেকে খুব চিন্তিত। টাক পড়া রোধ করার উপায় জানতে চান সবাই। ঘরোয়া উপায়ে আপনি টাক পড়ার সমাধান করতে পারেন। টাক পড়া বন্ধ করার উপায় নিচে আলোচনা করা হল।
আরও পড়ুন: মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়
টাক পড়া থেকে মুক্তির ঘরোয়া উপায়
একটি ডিম পাত্রে ফেটিয়ে নিয়ে সেখানে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে ফেলুন। ক্যাস্টর অয়েল না থাকলে নারিকেল তেল ব্যবহার করতে পারবেন। ক্যাস্টর অয়েল এবং নারিকেল তেল একই রকম কাজ করে। এখন এই উপাদানগুলি ভালো করে মিশিয়ে নিয়ে একটা মাস্ক তৈরি করে ফেলুন। এক মাস নিয়মিত ব্যবহার করলে নিজেই উপকার বুঝতে পারবেন।
প্রতি সপ্তাহে কমপক্ষে তিন দিন এই মাস্ক চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে রাখবেন। মাথার তালুতে ও মাসাজ করবেন। এই মাস্ক লাগানো অবস্থায় আধা ঘণ্টা রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগিয়ে রাখুন।
আরও পড়ুন: দাঁত সাদা করার ঘরোয়া পদ্ধতি
ডিমে আছে প্রোটিন, আয়রন, ভিটামিন বি ১২, জিঙ্ক। এই উপাদান গুলি চুল ঘন করতে এবং বৃদ্ধি করতে বিশেষ কার্যকারী। ক্যাস্টর অয়েল অথবা নারিকেল তেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা চুলের গোড়ায় পুষ্টি জোগাতে খুব উপকারি। এজন্য এই মিশ্রণ টাক পড়া রোধ তো করবেই পাশাপাশি চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল।
ছবি সূত্র: ইন্টারনেট
notun kore chul gojanor upai ki plz jaaben.