ত্বক টানটান করার উপায় জেনে নিন

বয়সের বাড়লে মুখের চামড়া ঝুলে যায়। আয়নার সামনে নিজেকে বুড়ি মনে হয়। ত্বক টানটান করার নিয়ম খুজছেন? তাহলে ঘরোয়া ভাবে ত্বক টানটান করার উপায় জেনে নিন আজ।

আরও পড়ুন: চোখের কালো দাগ দূর করার উপায়

ত্বক টানটান রাখার উপায়

লেবুর রস

লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন বাড়িয়ে ত্বক টানটান করে। প্রতিদিন লেবুর রস তুলা দিয়ে মুখে মাখিয়ে দশ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলে অন্য ক্রিম লাগাতে পারেন।

নারিকেল তেল

ত্বকের তারুণ্য ধরে রাখতে প্রতিদিন ত্বকে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। প্রতিদিন ঘুমাবার আগে কয়েক ফোঁটা নারিকেল তেল মুখে লাগিয়ে ঘুমান। কয়েক দিনের মধ্যেই আপনার ঝুলে যাওয়া ত্বক টানটানে হয়ে যাবে।

ডিমের ফেসপ্যাক

ত্বক টানটান রাখতে ডিমের ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করুন। ফেসপ্যাক বানাতে ২ টা ডিম ভেঙে কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ নিন। ডিমের সাথে ২ চামচ টক দই এবং অল্প একটু চিনি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই ফেসপ্যাক সপ্তাহে তিন দিন আপনার ত্বকে লাগান। ঝুলে যাওয়া চামড়া আবার টানটান হয়ে যাবে।

আরও পড়ুন: রূপচর্চায় মসুর ডালের ব্যবহার

ছবি সূত্র: ইন্টারনেট

ডেস্কটপ ভিউ দেখুন