চোখের কালো দাগ উঠানোর উপায় খুঁজছেন? এই দাগ আপনার সৌন্দর্য্য কমিয়ে দিচ্ছে। হতাশ হবেন না, আজ আপনার জন্য চোখের কালো দাগ দূর করার উপায় নিচে দেয়া হল।
আরও পড়ুন: রূপচর্চায় মসুর ডালের ব্যবহার
চোখের কালো দাগ দূর করার টিপস
এক. নারিকেল এবং বাদাম তেল একসাথে মিশিয়ে চোখের পাতায় মাসাজ করতে হবে। এটি করার পর ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই কাজটি সপ্তাহে দুই থেকে তিন দিন করতে হবে।
দুই. ১ চামচ নারিকেল বাটা, ২ চামচ শসা বাটা এবং কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে একসাথে মিশিয়ে ফেলুন। এই মিশ্রণটি ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন। ব্যবহার করার আগে ফ্রিজ থেকে মিশ্রণটি বের করে একটা দিয়ে তুলা ভিজিয়ে নিন। ভেজানো তুলা চোখের ওপর রেখে দিন। পনের থেকে বিশ মিনিট পর তুলা সরিয়ে পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
তিন. টমেটোর রসের সাথে লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। এটি সপ্তাহে তিন-চার দিন ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: ত্বক টানটান করার উপায় জেনে নিন
চার. আলু থেতো করে রস বানিয়ে সেই রস চোখের পাতা এবং চোখের নিচে লাগিয়ে রাখতে পারেন। প্রতিদিন আলুর রস ব্যবহার করে চোখের দাগ দূর করতে পারবেন।
উপরের দেয়া চোখের দাগ দূর করার পদ্ধতি অনুসরণ করে আপনি দ্রুত কালো দাগ দূর করতে পারবেন।
Photo Source: pexels.com