সাড়া জাগানো টাইটানিক মুভি বাংলা ভাষায় বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলায় দেখা যাবে। টাইটানিক বাংলা ডাবিং ঈদের দিন দুপুর ৩টায় এটিএন বাংলায় প্রচার হবে।
দর্শকদের জন্য বাংলায় টাইটানিক ডাবিং করে প্রচার করা হবে। এই ছবি ছাড়াও এটিএন বাংলায় এবারের ঈদের অনুষ্ঠানমালায় আরো ৪টি বাংলায় ডাবিং করা হলিউড সিনেমা প্রচারিত হবে।
আরও পড়ুন: আসছে ‘বাহুবলী’ সিনেমার তৃতীয় পর্ব
ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় প্রচার করা হবে মেল গিভসন পরিচালিত হলিউড সিনেমা ‘ব্রেভহার্ট’। ঈদের চতুর্থ দিন সকাল সাড়ে ১০ টায় লুই ল্যাটেরিয়ার ও কোরি ইউয়েন পরিচালিত হলিউড সিনেমা ‘দি ট্রান্সপোর্টার’ প্রচার করা হবে । ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০ টায় লেন উইসম্যান পরিচালিত মুভি ‘ডাইহার্ড-ফোর’ প্রচারিত হবে ।
এছাড়া ব্র্যায়ান সিঙ্গার পরিচালিত সিনেমা ‘এক্স-ম্যানঃ ইউনাইটেড’ প্রচার করা হবে ঈদের ষষ্ঠদিন সকাল সাড়ে ১০ টায়।
টাইটানিক বাংলা ডাবিং ফুল মুভি আপনি এখানে দেখতে পারবেন।