এবার শ্রীলেখা মিত্রকে দেখা যাবে নতুন একটি শর্ট ফিল্মে। সিনেমার নাম ‘দ্যাট গিফট’। গল্পটির লেখক ও পরিচালক অরিন্দম বসু। শ্রীলেখা মিত্র ছবিতে প্রসাধনী বিক্রেতা অর্থাৎ সেলস গার্ল হিসেবে অভিনয় করেছেন।
আরো পড়ুন: আসছে ‘বাহুবলী’ সিনেমার তৃতীয় পর্ব
লোকের বাড়ি বাড়ি গিয়ে কসমেটিক্স বিক্রি করেন শ্রীলেখা মিত্র, ছবিতে তার চরিত্রের নাম সন্ধ্যা। কসমেটিক্স বিক্রি করতে করতে শ্রীলেখা একদিন তিনি পৌঁছে যান এক ধনী ব্যক্তির বাড়িতে, তারপর এক অতি সাধারন বাড়ির বউ এর জীবন পাল্টে যাবে কিভাবে সেই গল্প নিয়েই এই শর্ট ফিল্ম।
ছবিতে শ্রীলেখার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় এবং ওই ধনী ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন অরিজিৎ দত্ত(দাদুল )। ছবির এক দিনের শুটিং ইতিমধ্যেই হয়ে গেছে। পরিচালক অরিন্দম বসুর নিজের লেখা ইংরেজি একটি গল্প ‘Dirty Dozon and One’ থেকে নেওয়া একটি গল্পের চিত্রনাট্য দিয়েছেন তিনি নিজেই । পরিচালক অরিন্দম জানিয়েছেন যে এটি একটি সম্পূর্ণ ডার্ক স্টোরি।
Photo Credit: BiographySpy