মুখের মেছতার দাগ নিয়ে নারীরা খুব বিব্রতকর অবস্থায় থাকে। ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও আপনি মুখের মেছতা দূর করতে পারবেন। মেছতার দাগ দূর করার ঘরোয়া উপায় নিচে দেয়া হল।
মেছতা কি? কেন হয়?
মেয়েদের ত্বকের কমন একটা সমস্যা হলো মেছতা। মেছতা হলে মুখে কালো ছোপ ছোপ দাগ পড়ে। সূর্যের আলো ত্বকে বেশি লাগলে, জন্ম নিয়ন্ত্রন পিল খাবার কারনে, হরমোনের সমস্যা থাকলে, ঘুম কম হলে, বেশি টেনশন করলে মুখে মেছতার কালো দাগ পড়ে।
আরও পড়ুন: ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়
মেছতা দূর করার প্রাকৃতিক উপায়
চন্দন
২ চামচ চন্দনের গুড়ো, ১ চামচ গ্লিসারিন ও একটু লেবুর রস একসাথে মিশিয়ে আপনার মেছতা দাগের ওপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। প্রতি সপ্তাহে ২ বার এটা করুন।
রাতে ঘুমানোর আগে চন্দন গুড়ো, বাদামের তেল এবং অলিভ অয়েল একসাথে মিশিয়ে মুখে মেখে শুয়ে পড়ুন। পরদিন ঘুম থেকে উঠে সকালে ধুয়ে ফেলুন।
চন্দন এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টি এইজিং উপাদান আপনার ত্বকের মেছতার দাগ মুছে দেবে।
আরও পড়ুন: ত্বক টানটান করার উপায় জেনে নিন
লেবুর রস
লেবুর রসে থাকা ব্লিচিং ত্বকের সব ধরনের কালো দাগ, মেসতার দাগ দূর করে দিতে পারে।
মুখে মেসতার দাগের স্থানে লেবুর রস লাগিয়ে আধা ঘন্টা পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ১ মাস নিয়মিত লেবুর রস লাগালে দেখবেন ত্বকের মেসতা কমে গেছে। পুরোপুরি মেসতা দূর করতে আরো ১ মাস ব্যবহার করুন।
লেবুর রস, অলিভ অয়েল এবং একটু চিনি একসাথে মিশিয়ে মেসতার কালো দাগের স্থানে লাগিয়ে রাখুন। দশ মিনিট পর ঠান্ডা পানিয়ে মুখ ধুয়ে নিন। এটি ও সপ্তাহে ২ দিন করতে পারেন। আপনার মেসতার দাগ চলে যাবে।
অ্যাপেল সাইডার ভিনেগার
অ্যাপেল সাইডার ভিনেগার দিয়েও আপনার মুখের মেছতার দাগ আপনি দূর করতে পারবেন।
অ্যাপেল সাইডার ভিনেগার এর সাথে পানি মিশিয়ে একটু মধু সহ একটা পেস্ট তৈরি করুন। আপনার তৈরি এই পেস্ট প্রতিদিন একবার করে মুখের মেসতার দাগের স্থানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
অ্যাপেল সাইডার ভিনেগার এক চামচের অর্ধেক এবং কমলার রস ৩/৪ চামচ একসাথে মিশিয়ে আপনার ত্বকের মেছতার দাগে লাগিয়ে রাখুন। পরে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে নিন। সপ্তাহে ১/২ বার ব্যবহার করতে থাকুন। এক মাসেই মেসতার দাগ দূর হয়ে যাবে।
আরও পড়ুন: চোখের কালো দাগ দূর করার উপায়
অ্যালোভেরা
অ্যালোভেরার রস মেছতার দাগের উপর লাগান। আধা ঘন্টা পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন অ্যালোভেরা ব্যবহার করুন। মাস খানেক পর বুঝতে পারবেন আপনার মুখের মেসতা আর নেই।
এগুলি ব্যবহার করে আপনার মেসতার দাগ দূর করতে হয়তো একটু বেশি সময় নিচ্ছে। কিন্তু রাসায়নিক ক্রিম ব্যবহার করে দাগ দূর করতে আপনার ত্বকের যেসব ক্ষতি হতে পারে সেগুলি এই ঘরোয়া উপাদান ব্যবহার করলে হবে না। তাই আপনার ত্বক ভাল রাখার জন্য ঘরোয়া উপাদান ব্যবহার করা উচিত।
সুত্রঃ Top10 Homeremedies