দিন দিন চুল লালচে হয়ে যাচ্ছে। চুল লালচে হওয়ার কারণ কি বুঝতে পাছেন না। নানা কারনে এটা হতে পারে। চুল লাল হয়ে যায় কেন তা নিচে আলোচনা করা হল।
আরও পড়ুন: শীতে চুলের যত্ন
ভিটামিন ই বা অপুষ্টির কারনে চুল লাল হয়ে থাকে। এছাড়া সূর্যের ক্ষতিকর রশ্মি ও আমাদের চুল লালচে হওয়ার কারণ।
যে পানি ব্যবহার করেন বা যে পানিতে গোসল করেন সেই পানি ও চুলের ক্ষতির কারন হতে পারে। পানিতে ক্লোরিন বা আয়রন থাকলে চুলের অনেক রকম ক্ষতি করে। এতে চুলের রঙ লাল হয়ে যায়।
চুলে ঘন ঘন অনেক বেশি পরিমানে মধু লাগালেও চুল তার স্বাভাবিক রঙ হারিয়ে ফেলে।
আপনি যে সকল প্রোডাক্ট চুলে ব্যবহার করেন যদি তাতে পেরাক্সাইড থাকে তাহলে সেটা চুলের অনেক ভাবে ক্ষতি করে। এর কারনে চুল লাল হয়ে যায়।
চুলে হেয়ার স্ট্রেটনার বা অতিরিক্ত গরম কিছু লাগালে অথবা বেশি হেয়ার কালার ব্যবহার করলে চুল লালচে বা বাদামি রঙের হতে থাকে।
কেন আপনার চুল লাল হয়ে যাচ্ছে কারণ বুঝতে পেরেছেন হয়তো। তাহলে সমাধান ও আপনি নিজেই করতে পারবেন।