আসছে ‘বাহুবলী’ সিনেমার তৃতীয় পর্ব

বাহুবলী সিনেমার কথা মনে আসলেই চোখের সামনে চলে আসে মাহিষ্মতী সাম্রাজ্য, যুদ্ধ, ঘোড়া, রাজপ্রাসাদ। বলিউডের অন্যান্য মুভিকে টেক্কা দিয়ে এই সিনেমা জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল। সেই তুমুল জনপ্রিয়তার কথা চিন্তা করেই বাহুবলী সিনেমার আরো একটা পর্ব শীঘ্রই মুক্তি পাচ্ছে। ধারনা করা হচ্ছে বাহুবলী সিনেমার তৃতীয় পর্ব ও দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগাবে।

আরও পড়ুন: শ্রীলেখা মিত্রের নতুন শর্ট ফিল্ম ‘দ্যাট গিফট’

বাহুবলী-র তৃতীয় পর্ব নেটফ্লিক্সে খুব তাড়াতাড়ি আসছে বলে জানিয়েছে ডিজিটাল মুভি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। রাজমাতা শিবগামীর জীবন নিয়ে তৈরি করা হল বাহুবলীর তৃতীয় পর্ব। আনন্দ নীলকান্তের লেখা ‘দ্য রাইজ অফ শিবগামী’  বই থেকে অনুপ্রাণিত হয়ে বাহুবলীর তৃতীয় পর্বের ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে। শিবগামী দেবীর উত্থান, মাহিষ্মতীর সাম্রাজ্যের রাজনীতি নিয়ে বাহুবলী-র নয়টি পর্ব নিয়ে ওয়েব সিরিজ আসছে নেটফ্লিক্সে।

ওয়েব সিরিজের জন্য তৈরি হলেও সিনেমার ভিজুয়াল এফেক্ট আগের মতই হবে বলে জানিয়েছে নির্মাতারা।

Video Credit: Netflix India, Image Source: Wikimedia Commons

ডেস্কটপ ভিউ দেখুন