বিশেষজ্ঞরা বলছেন, পারফিউম ব্যবহারের ভুল ও সঠিক নিয়ম রয়েছে। জানেন কি সুগন্ধি ঠিকঠাক না ব্যবহার করলে ব্যর্থ হয়ে যেতে পারে আপনার সব আয়োজন। সঠিক সৌরভ পেতে হলে পারফিউম ব্যবহারের নিয়ম বা পদ্ধতি আপনাকে জানতে হবে।
আরও পড়ুন: লিপস্টিক দেওয়ার নিয়ম
যারা পারফিউম ব্যবহার করেন তাদের অনেকেই জামা কাপড়ে পারফিউম ব্যবহার করেন। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, এতে কাজের কাজ কিছুই হয় না। বরং দাগ পড়ে যেতে পারে জামা কাপড়ে।
আবার অনেকেই কব্জিতে পারফিউম ব্যবহার করেন। এরপর সেখানে জোরে ঘষাঘষিও করেন যা মোটেও যৌক্তিক নয়। এই কাজের ফলে পারফিউমের সুগন্ধ অনেকটাই কমে যায়।
পারফিউম ব্যবহারের ক্ষেত্রে যা করতে পারেন তা হলো প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন থেকে চার বার সুগন্ধি মাখুন। তবে তার বেশি মাখলে গন্ধ উগ্র হয়ে যেতে পারে।
ব্রিটিশ পারফিউম বিশেষজ্ঞ রুথ মাসটেনব্রোয়েক গবেষণা করে শরীরের নির্দিষ্ট কিছু জায়গার কথা বলেছেন। যেসব জায়গায় পারফিউম লাগালে সেটা সারা দিন সুরভিত করে রাখে। তিনি মনে করেন শরীরের পালস পয়েন্টগুলো পারফিউম দেওয়ার জন্য আদর্শ জায়গা।
আরও পড়ুন: নাইট ক্রিম ব্যবহারের নিয়ম
দেহের যে যে অঙ্গে হৃদস্পন্দন অনুভূত হয় সেই অঙ্গগুলোকে পালস পয়েন্ট বলে। তাই পারফিউম লাগানোর আদর্শ জায়গাগুলো হতে পারে কব্জি, গলার তলা, কানের পিছন, হাঁটুর উল্টো দিক কিংবা বাহুর ভাঁজ।
সুগন্ধি বা পারফিউম টিউব থেকে বের করার কারসাজির ওপরও আপনার সুগন্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। এর জন্য সুগন্ধি ছড়ানোর সময়ে ত্বকের থেকে সাত ইঞ্চির দূরত্ব বজায় রাখুন। এতে সঠিক পরিমাণ সুগন্ধি সঠিক অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে।
পারফিউম দেওয়ার সঠিক সময় হলো গোসলের পরে শরীরে ময়েশ্চারাইজার করার ঠিক পর পরই। বিশেষজ্ঞরা মনে করেন, এ সময় লোমকূপগুলো খোলা অবস্থায় থাকে। এই অবস্থায় পারফিউম ব্যবহার করা হলে লোমকূপগুলো সুগন্ধ অনেকাংশেই টেনে নেয়। যার কারণে সুগন্ধি অনেকক্ষণ দীর্ঘ হয়।
পারফিইম ব্যবহারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাত ও দিনের পার্থক্য। কিছু কিছু পারফিউম নির্দিষ্টভাবে ব্যবহার করা হয় রাত ও দিনের জন্য। সাধারণত দিনের বেলায় তুলনামূলক ভারী সুগন্ধি এবং রাতের বেলায় হালকা ধরনের পারফিউম ব্যবহার করলে তার সুগন্ধ দীর্ঘক্ষণ ধরে আপনার সঙ্গেই থাকবে।
সূত্র: আনন্দবাজার