চলে এসেছে বৈশাখ! বৈশাখে বাঙালি সাজ ছাড়া বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ জমে না। পহেলা বৈশাখের সাজ পোশাক ও মেকআপ কেমন হবে তা নিয়ে প্রিয়তার আজকের আয়োজন।
মেকআপ
পহেলা বৈশাখের সাজে আবহাওয়া অনুযায়ী মেকআপের জন্য বেছে নিতে পারেন হাল্কা বেইজ। গরম আর রোদের তাপের কথা মাথায় রেখে বেছে নিতে পারেন অয়েল ফ্রি বা ওয়াটারপ্রুফ মেকআপ। মেকআপের জন্য ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন।
চোখের সাজ
হালকা রঙের আইস্যাডো, যেমন হালকা ব্রাউন বা হালকা গ্রিনিশ কালার। চোখে কাজল, আইলাইনার, মাশকারা ব্যবহার করতে পারেন। ঠোঁটে লাল রঙের লিপস্টিক ব্যবহার করলে মুখের হালকা মেকআপের সঙ্গে দারুণ মানিয়ে যাবে। তবে সাজ আরও হালকা দেখাতে চাইলে মেকআপের সঙ্গে মানানসই হালকা ন্যুড কালারের লিপস্টিক ব্যবহার করতে পারেন।
চুলের সাজ
আবহাওয়ার কথা বিবেচনা করে চুল বেঁধে রাখার কোনো বিকল্প নেই। বাঙালিয়ানা সাজ পোশাকের সঙ্গে খোঁপা কিংবা বেণি করলেই ভালো মানায়। বিভিন্ন রকম বেণি করে চুলকে দিতে পারেন স্টাইলিশ লুক। আবার সামনে একটু মেসি স্টাইল করে, পেছনটা খোঁপা করা যেতে পারে। সামনের দিকে ফ্রেন্স বেণি করে পেছনে খোঁপাও করা যেতে পারে। ছোট চুল থাকলে আয়রন করে একপাশে ছেড়ে রাখতে পারেন। খোঁপায় পরতে পারেন কাঁচা ফুলের মালা।
আরও পড়ুন: চুল বাঁধার সহজ পদ্ধতি
পোশাক
পহেলা বৈশাখে সবাই নিজেকে বাঙালি সাজে সাজাতে চায়। বর্ষবরণে নিজেকে নতুনরূপে সাজাতে সবাই শাড়িকেই প্রাধান্য দেন। শাড়িই বৈশাখের সাজের অন্যতম অনুষঙ্গ। বর্ষবরণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে পুরোপুরি ফুটিয়ে তোলে শাড়ি। এ ছাড়াও পরতে পারেন সালোয়ার-কামিজ, কুর্তি। একটা সময় বৈশাখ মানে লাল-সাদা প্রাধান্য পেলেও সেই ধারা থেকে বেড়িয়ে আসতে শুরু করেছে সবাই। প্রাধান্য পাচ্ছে সব ধরনের রঙের।
এ সময় হালকা রঙের পোশাক আরামদায়ক হবে। শাড়ি খুব আঁটসাঁটভাবে না পরে হালকা ঢোলাভাবে পরে নেবেন। যেমন বাঙালি স্টাইলে মেয়েরা পরে থাকেন তেমন। এতে হাঁটতেও আরাম হবে এবং গরম বেশি লাগবে না। শাড়ির মতো সালোয়ার-কামিজও খুব ফিটিং করে না বানানোই ভালো। এতে সারা দিন ফুরফুরে থাকতে পারবেন। ভিন্ন স্টাইলের সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে অনেক জায়গায়। এ ছাড়াও রঙিন সুতি কাপড়ে হালকা হাতের কাজ করা বা ব্লকের কুর্তি বেছে নিতে পারেন।
আরও পড়ুন: শাড়ি পরার সহজ পদ্ধতি
গয়না
বৈশাখের সাজের সঙ্গে বেছে নিতে পারেন মাটির বা কাঠের গয়না। এতে করে দেশীয় সংস্কৃতি ফুটে উঠবে। এ ছাড়াও বিভিন্ন রকমের মেটালের গয়নাও পরতে পারেন। শাড়ির সঙ্গে ভালো মানাবে এক জোড়া ঝুমকা। হাতে কাচের চুড়ি পরতে যেন ভুলবেন না। কাচের চুড়ি ছাড়া বৈশাখের সাজটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। চুড়ি কম পরলেও হাত সাজাতে নেইলপলিশ আর মেহেদী লাগিয়ে নিতে পারেন। কানের দুলের সঙ্গে মিলিয়ে পরতে পারেন রূপার নথ। এতে হাতের সাজ পরিপূর্ণ দেখাবে।
টিপ
সাজ শেষ করুন টিপ লাগিয়ে। আর এটা হতে হবে শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে। বড় টিপ এদিনে বেশ মানিয়ে যায়। এদিনে বেশি হাঁটাহাঁটি হয় তাই মজবুত অল্প হিলের জুতা বা স্লিপার পরে নেওয়া ভালো। এই বৈশাখে গরমে স্বস্তির পাশাপাশি স্নিগ্ধতা নিয়ে আসুন সাজ পোশাকে।