বাঙালি নারী শাড়িতেই সুন্দরী। বেশিরভাগ মেয়েরা শাড়ি পরতে পছন্দ করেন। কিন্তু শাড়ি পরার পদ্ধতি জানা না থাকায় অনেকে শাড়ি পরতে পারেন না। অনেক সময় লাগে এই ভয়ে আবার অনেকেই শাড়ি পরেন না। শাড়ি পরার সহজ কৌশল জেনে নিন। এখন মাত্র তিন মিনিটে পরতে পারবেন শাড়ি।
আরও পড়ুন: ওড়না দিয়ে হিজাব বাধার নিয়ম
ইচ্ছে থাকলেও অনেকে নারী একা একা শাড়ি পরতে পারেন না। তাদের জন্যই শাড়ি পরার সহজ উপায় দেয়া হল।
যাদের ইচ্ছে করে শাড়ি পরতে কিন্তু নিজে নিজে পারেন না, বেশি সময় লাগে বলে পরতে ইচ্ছে করে না, তারা শাড়ি পরার সহজ পদ্ধতি ভিডিও দেখে তিন মিনিটের কম সময়ে শাড়ি পরা শিখে নিন।
শাড়ি পরার ভিডিও
পরামর্শ: শাড়ি পরার সময় সেফটিপিন বা যে পিন ব্যবহার করবেন, সেই পিন গুলি অবশ্যই শাড়ি খোলার সময় খেয়াল করে আগেই খুলে নেবেন। নয়তো আপনার প্রিয় শাড়িটি ছিঁড়ে নষ্ট হয়ে যেতে পারে।
আরও পড়ুন: উকুন দূর করার প্রাকৃতিক উপায়
Photo and Video Credit: Glamrs