উইন্ডোজ ১১ অটো আপডেট সমস্যা নিয়ে অনেকেই বিরক্ত। মোবাইল ডাটা ব্যবহার করলে নিজের অজান্তেই ডাটা শেষ হয়ে যাচ্ছে। আজ উইন্ডোজ ১১ অটো আপডেট বন্ধ করার উপায় দেয়া হল।
আরও পড়ুন: উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার নিয়ম
পদ্ধতি ১
উইন্ডোজ সার্ভিস থেকে উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ রাখা যায়। উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ করতেঃ
- Windows Key + R Key একসাথে প্রেস করে Run প্রোগ্রাম চালু করুন
- Services.msg লিখে Enter প্রেস করুন
- Services (Local) এর মধ্যে স্ক্রল করে Windows Update অপশন খুঁজে বের করুন ও ডাবল ক্লিক করুন
- General ট্যাবে Startup type এর পাশে থাকা ড্রপ ডাউনে ক্লিক করুন ও Disabled সিলেক্ট করুন
- এরপর Apply অপশনে ক্লিক করুন ও Ok চেপে সেভ করুন
এরপর উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ হয়ে যাবে। আপডেট আবার চালু করতে চাইলে একই নিয়মে General ট্যাবে Startup type এর পাশে থাকা ড্রপ ডাউনে ক্লিক করে Automatic সিলেক্ট করুন।
পদ্ধতি ২
উইন্ডোজ রেজিস্ট্রি থেকেও উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ করা যায়। এই প্রক্রিয়াটি কার্যকরী হওয়ার পাশাপাশি যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাই খুব সাবধানতার সাথে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করুন। রেজিস্ট্রি এডিটর ব্যবহার করে উইন্ডোজ ১১ এর আপডেট বন্ধ করতেঃ
- Windows Key + R Key একসাথে প্রেস করে Run চালু করুন
- এরপর regedit লিখে এন্টার করুন
- প্রদর্শিত পপ-আপে Yes অপশনে ক্লিক করুন
- সকল ফোল্ডার এর উপর একটি এড্রেস বার দেখতে পাবেন
- উক্ত এড্রেস বারে থাকা টেক্সট ক্লিয়ার করুন ও HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Policies\ Microsoft\ Windows\ WindowsUpdate\AU লিখে এন্টার চাপুন
- স্ক্রিনের খালি স্পেসে রাইট ক্লিক করুন ও প্রথমে New, তারপর DWORD (32bit) Value সিলেক্ট করুন
- NoAutoUpdate নাম দিয়ে এন্টার চাপুন
- এরপর নতুন ভ্যালু তে ডাবল ক্লিক করুন ও Value Data সেট করুন 1
- OK প্রেস করে সেভ করুন
উপরের সিস্টেম এপ্লাই করে উইন্ডোজ ১১ এর অটোমেটিক আপডেট বন্ধ করে রাখা যাবে। তবে প্রয়োজন হলে আবার রেজিস্ট্রি মেথড অনুসরণ করে WindowsUpdate কি ডিলিট করে পিসি রিস্টার্ট দিলে আপডেট আবার চালু করা যাবে।