জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে তা বেশিরভাগ অভিভাবকই জানেন না। সরকার কর্তৃক নির্ধারিত জন্ম নিবন্ধন সংশোধন ফি কত না জানার কারনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের কতিপয় অসাধু কর্মচারী বেশি টাকা নেবার সুযোগ নিচ্ছেন। তাই জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগবে জেনে নিন।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে ২০২২
জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন বিনা ফিসে একেবারে ফ্রি করা যাবে।
জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর হতে ৫ বছর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন করতে দেশে ২৫ টাকা লাগবে এবং বিদেশে ১ মার্কিন ডলার লাগবে।
জন্ম বা মৃত্যুর ৫ বছর পর কোন ব্যক্তির জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন করতে দেশে ৫০ টাকা লাগবে এবং বিদেশে ১ মার্কিন ডলার লাগবে।
জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি দেশে ৫০ টাকা এবং বিদেশে ১ মার্কিন ডলার।
জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি দেশে ১০০ টাকা এবং বিদেশে ২ মার্কিন ডলার।
বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ করতে দেশে ৫০ টাকা এবং বিদেশে ১ মার্কিন ডলার লাগবে।
বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় মূল সনদ অথবা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ দেশে এবং বিদেশে সব স্থানে ফ্রি, কোন ফিস লাগবে না।
জন্ম নিবন্ধন ফি গেজেট
জন্ম নিবন্ধন সনদের সরকার নির্ধারিত ফি সংবলিত গেজেট নিচে দেয়া হল। জন্ম নিবন্ধন সংশোধন ফি কত দিতে হবে বা কত টাকা লাগবে সরকারি গেজেট থেকে আপনারা নিজেই দেখে নিন।