আইফোন আপডেট বন্ধ রাখার টিপস

আইফোন অনেক সময় অ্যাপের অটো আপডেট নিয়ে থাকে। ব্যবহারকারীরা কিছু অ্যাপের আপডেট  করতে না চাইলেও সেগুলি অটো আপডেট নিয়ে থাকে। আইফোন আপডেট ব্যবহারকারীর ইন্টারনেট ডাটা ও ব্যাটারি চার্জ বেশি খরচ করে ফেলে। তবে আইফোন ব্যবহারকারীরা চাইলেই আইফোনের অটো আপডেট বন্ধ করে রাখতে পারেন।

আরও পড়ুন: Nokia ফোনে আসছে Android Pie আপডেট

কিভাবে আইফোন আপডেট বন্ধ করে রাখবেন তা নিচে ছবিসহ দেয়া হল।

প্রথমে আইফোনের সেটিংস অপশনে যেতে হবে, তারপর সেটিংস থেকে স্ক্রল করে ‘itunes & app store’ মেনুতে ক্লিক করতে হবে।

তারপর ‘automatic downloads’ মেনু থেকে Music, Apps, Books & Audiobooks এবং Updates অপশনগুলো অফ বা আনচেক করে দিতে হবে।

 

পরের ধাপে ‘Use Mobile Data’ অপশন ও আনচেক বা অফ করে রাখতে পারেন। তাহলে মোবাইল ডাটা দিয়ে কোনো অ্যাপ অটো আপডেট হবে না। এতে আইফোনের অটো আপডেট বন্ধ হয়ে বেঁচে যাবে মোবাইল ডেটা ও ব্যাটারি চার্জ।

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডেস্কটপ ভিউ দেখুন