৫ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে আইলাইফ ল্যাপটপ!

আই-লাইফ জেড এয়ার লাইট মডেলের ল্যাপটপ

মাত্র পাঁচ হাজার চারশ নিরানব্বই টাকায় আমেরিকান ব্র্যান্ড আইলাইফ জেড এয়ার লাইট মডেলের ল্যাপটপ পাওয়া যাবে। আগামী ২৪ জুন রাত ১২টা থেকে অনলাইন শপ দারাজ ডট কম এ প্রথম দশ জন ভাগ্যবান ক্রেতা এই অফার এ পাবেন ল্যাপটপটি কেনার সুযোগ। আগামী ৩০ জুন পর্যন্ত অফারটি চলবে।

পরবর্তী ক্রেতারা ল্যাপটপটি ৩৩ শতাংশ ছাড়ে ১১ হাজার ৬০০ টাকায় কিনতে পারবেন। ল্যাপটপটির প্রকৃত বাজার মূল্য ১৫ হাজার ৫০০ টাকা। অফার চলাকালীন সময় স্টক থাকা পর্যন্ত ল্যাপটপটি ১১ হাজার ৬০০ টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: আইফোন আপডেট বন্ধ রাখার টিপস

আকর্ষণীয় ডিজাইনের আইলাইফ জেড এয়ার লাইট মডেলের ল্যাপটপে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। পাওয়ারফুল ইন্টেল প্রসেসর। ১১.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ৮০০ গ্রাম ওজন হওয়ায় এই ল্যাপটপ সহজে বহনযোগ্য। সিলভার কালারের এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ ৭-৮ ঘণ্টা পাওয়া যাবে। সঙ্গে ল্যাপটপ ব্যাগ এবং ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি পাওয়া যাবে।

সাশ্রয়ী দামের এই ল্যাপটপে অফিস এক্সিকিউটিভ এবং ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় সব ধরনের কাজ করতে পারবেন। মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, প্রেজেন্টেশন ইত্যাদি কাজও ভালভাবে করা যাবে।

দেশের যে কোনও প্রান্ত থেকে দারাজে অর্ডার করে অফারটি নেয়া যাবে। পাশাপাশি হোম ডেলিভারি সুবিধা ও দেবে দারাজ।

Photo Credit: Daraz.com.bd

ডেস্কটপ ভিউ দেখুন