উইন্ডোজ অটো আপডেট কম্পিউটার ব্যবহারকারীর অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। পিসি চালু বা বন্ধ করে দেওয়ার সময় এই আপডেট ইন্সটল হতে থাকে। গুরুত্বপূর্ণ কাজের সময় এটা বেশ বিরক্তিকর। কিছু কিছু সময় উইন্ডোজ আপডেট এর সাইজ কয়েক গিগাবাইট বা তার ও বেশি হয়ে থাকে। ফলে এটা ঐ সময় ইন্টারনেটের গতি কমে যায়। পাশাপাশি যারা মোবাইল ডাটা প্ল্যান ব্যবহার করে তাদের ডাটা শেষ হয়ে যায়। উইন্ডোজ ১০ অটো আপডেট সমস্যা নিয়ে অনেক কম্পিউটার ব্যবহারকারী বেশ হতাশ। তাদের জন্য আজ উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার নিয়ম শেখানো হল।
আরও পড়ুন: আইফোন আপডেট বন্ধ রাখার টিপস
- প্রথমে Run command এ যাবেন। কিবোর্ড থেকে একসাথে উইন্ডোজ বাটন ও R বাটন একসাথে চেপে ধরলে রান কমান্ড বক্স পাবেন। অথবা স্টার্ট মেনুতে গিয়ে ‘Run’ লিখুন।
- রান কমান্ড বক্স আসলে সেখানে services.msc টাইপ করুন তারপর Enter চাপুন।
- এখন সার্ভিস উইন্ডো ওপেন হবে। সেখানে অনেকগুলো সার্ভিসের নাম লিস্ট আকারে পাবেন।
- লিস্টের শেষের দিকে যান এবং ‘Windows Update’ খুঁজে বের করুন এবং ডাবল ক্লিক করুন।
- ক্লিক করার পর ‘উইন্ডোজ আপডেট প্রপার্টিজ’ নামে উপরের ছবির মত একটা পপআপ উইন্ডো দেখাবে। সেখান থেকে General ‘Startup Type’ লেখা বক্সের ডাউন অ্যারো ক্লিক করে ‘Disabled’ সিলেক্ট করে Apply এ ক্লিক করুন। তারপর OK বাটনে ক্লিক করে উইন্ডো বন্ধ করে দিন।
আরও পড়ুন: গুগল আপডেট (এলগরিদম এবং ফিচার)
Photo Credit: Microsoft কৃতজ্ঞতা: TrickBlogBD