রূপচর্চায় মসুর ডালের ব্যবহার করা হয় প্রাচীন কাল থেকে। মসুর ডাল ব্যবহার করে আপনি উজ্জ্বল ত্বক পেতে পারেন। রূপচর্চায় মসুরের ডাল ব্যবহারের পদ্ধতি জেনে নিন।
আরও পড়ুন: চোখের কালো দাগ দূর করার উপায়
১. বলিরেখা দূর করতে : ত্বকের বলিরেখা দূর করতে মসুর ডাল বাটা, দুধের সর ও কাঁচা হলুদ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে আপনার ত্বকে লাগান। নিয়মিত এই প্যাকটি ব্যবহার করে অবশ্যই ভাল ফল পাবেন।
২. ত্বক সতেজ রাখতে : মসুর ডাল বাটা, টক দই এবং মধু দিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে লাগিয়ে রাখুন। ঠান্ডা পানি দিয়ে বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
৩. রোদে পোড়া দাগ কমাতে : মসুর ডাল বাটা, মধু ও হলুদ একসাথে মিশিয়ে আপনার ত্বকে লাগাবেন। রোদে পোড়া দাগ চলে যাবে।
৪. মুখের ও পিঠের দাগ দূর করতে : মসুর ডাল বাটা, মুলতানি মটি, চালের গুঁড়া, কমলালেবুর রস এবং শসার রস মিক্স করে পেস্ট বানিয়ে ফেলুন। এখন এই পেস্ট শরীরে এবং মুখে লাগাবেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত কিছুদিন করলে দাগ দূর হয়ে যাবে।
আরও পড়ুন: ত্বক টানটান করার উপায় জেনে নিন
৫. কনুইয়ের রুক্ষ ভাব কমাতে এবং কালো দাগ দূর করতে : মসুর ডাল বাটা, হলুদ বাটা, পালংশাক বাটা, কাঁচা দুধ, টমেটোর রস এবং সূর্যমুখীর তেল একসাথে মিশিয়ে নিয়ে হাতের কনুইয়ে লাগিয়ে রাখুন। কুড়ি মিনিট পরে ধুয়ে ফেলুন।
৬. মুখের লালচে ভাব দূর করতে : কাঁচা দুধে সারা রাত মসুর ডাল ভিজিয়ে রাখুন। সকালে ভেজানো ডাল বেটে মুখে লাগান। কয়েকদিন লাগালে মুখের লালচে ভাব দূর হয়ে যাবে।
তথ্যসূত্রঃ বোল্ডস্কাই, Photo Credit: Pexels