মাছ আমাদের সবারই কম বেশি প্রিয় খাবার। কিন্তু মাছ খেতে গিয়ে অনেক সময় গলায় মাছের কাঁটা আটকে যায়। তাই গলা থেকে মাছের কাঁটা নামানোর উপায় জেনে রাখা দরকার। জানেন কী আপনার ঘরেই আছে মাছের কাঁটা বের করার উপকরণ। তাহলে জেনে নিন গলায় মাছের কাঁটা আটকে গেলে করনীয় কি বা সরানোর ঘরোয়া উপায় কি কি?
আরও পড়ুন: ভালো মাছ চেনার উপায়
সাদা ভাত
গলায় মাছের কাঁটা আঁটকে গেলে খুব সহজে সাদা ভাত দিয়ে কাঁটা নামাতে পারবেন। এক মুঠো ভাত একটু দলা পাকিয়ে নিয়ে গিলে ফেলুন। তারপর পানি খাবেন। দেখবেন সহজে কাঁটা নেমে গেছে।
লেবু
গলায় মাছের কাটা বিঁধলে এক টুকরা লেবু নিয়ে অল্প একটু লবন মাখিয়ে চুষে খাবেন। অল্প কিছুক্ষণের মধ্যে কাঁটা নরম হয়ে খুব সহজে নেমে যাবে।
কলা
মাছের কাঁটা গলায় আটকে যাওয়ার সাথে সাথে একটি কলা খাবনে। কলার সাথে সহজেই কাঁটা নেমে যাবে।
হালকা গরম পানি
মাছের কাটা গলায় ফুটলে হালকা গরম পানিতে অল্প পরিমাণ লবন মিশিয়ে নিয়ে খেতে পারেন। এতে মাছের কাঁটা দ্রুত নেমে যাবে।
আরও পড়ুন: উকুন দূর করার প্রাকৃতিক উপায়
সফট ড্রিংকস
গলায় আটকানো মাছের কাঁটা নামানোর সহজ কার্যকরী পদ্ধতি হল সফট ড্রিংকস খাওয়া। গলায় কাঁটা আঁটকে গেলে সাথে সাথে এক গ্লাসে সফট ড্রিংকস নিয়ে খেয়ে নিবেন। সফট ড্রিংকস কাঁটা নরম করে নামিয়ে দেবে।
ছবি সূত্র: ইন্টারনেট