সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং ভোগ বিলাস থেকে বিরত থাকার নাম রোজা। সকল সুস্থ সবল মুসলমানের জন্য রমজান মাসে প্রতিদিন রোজা রাখা ফরজ। রমজানের রোজার সেহরি ও ইফতারের দোয়া এবং নিয়ত বাংলা উচ্চারণ ও আরবিতে নিচে দেয়া হল। আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আমীন!
আরও পড়ুন : নামাজ পড়ার সঠিক নিয়ম
রোজার নিয়ত আরবি বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
বাংলা অর্থ : হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের দোয়া আরবি বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।
আরও পড়ুন : করোনা ভাইরাস রোগ থেকে মুক্তির দোয়া
Photo by Rafsan Rafsi on Behance