টাহা তো মোর ধারে
বরিশালের লঞ্চে প্রচুর ভীড়। বরিশালের এক দম্পতি কোন রকম ডেকে চাদর পেতে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে। সবাই হয় ঘুমাচ্ছে না হয় ঝিমাচ্ছে।
এক সময় যুবতী স্ত্রী স্বামীকে কানে কানে ফিসফিস করে বলল, “ এই! এক বেডায় মোর বেলাউজের ভেতর হাত ঢুকাইছে।”
উত্তরে স্বামী বললো, “টাহা তো মোর ধারে, বলদ হালায় মনে হরছে টাহা তোমার ধারে। কিছু কইওনা, বলদ হালারে ভালো কইরা খুঁজতে দাও।”
****
আরও পড়ুন: কাটা ঘায়ে নুনের ছিটা
ও গো শুনছো
মেয়ে বাবাকে জিজ্ঞাসা করল–
বাবা আমরা যে কাগজে পড়ি
গো পুজা,
গো মাতা,
গো হত্যা,
এই ‘গো’ মানে কি?
বাবা : গো মানে গরু।
তখনই রান্না ঘর থেকে ডাক এল –ও ’গো’ শুনছো?
****
আরও পড়ুন: বাংলা কৌতুক : পরীক্ষায় ১০০ পাওয়ার উপায়
দিলে যদি টের পেয়ে যায়
স্বামী: মেহমানকে খাবার দিলে, কিন্তু চামচ দিলে না কেন?
স্ত্রী: ভয় পেয়েছিলাম, এজন্য দেইনি।
স্বামী: কিসের ভয়?
স্ত্রী: না মানে, চামচগুলো আমি ওদের বাসা থেকেই এনেছিলাম। দিলে যদি টের পেয়ে যায়!
****
সংগৃহীত