পরীক্ষায় ১০০ পাওয়ার উপায়
মিতার বাবা মিতার রেজাল্ট কার্ড আনতে স্কুলে গেলেন। স্কুলে গিয়ে মিতার শ্রেণি শিক্ষককে বললেন, মাফ করুন, মিতা মনে হয় এবারও পরীক্ষায় শূন্য পেয়েছে!
শিক্ষক : না না, আপনি ভুল বলছেন, আপনার মেয়ে এবার স্কুলে বিশেষ এক রেকর্ড করেছে।
বাবা: তাই নাকি! তা কততম হয়েছে আমার মেয়ে?
শিক্ষক: মিতা এবারের পরীক্ষায় এমন লেখা লিখেছে যে, সব খাতায় সে ১০০ করে ১০টি বিষয়ে ১০০০ পেয়েছে!
বাবা: শিক্ষকরা কেন তাকে এত নম্বর দিয়েছেন একটু বলবেন?
শিক্ষক: শিক্ষকদের আর কী দোষ! মিতা প্রতিটি খাতায় লিখেছে, দয়া করে আমাকে শূন্যের বদলে যে কোনো নম্বর দিন। তাই আমাদের শিক্ষকরা দয়া করে ১০০ করে ১০০০ দিয়েছেন!
****
আরও পড়ুন: কাটা ঘায়ে নুনের ছিটা
আত্মহত্যায় বাধা
পল্টু একদিন রেস্টুরেন্টে একটি কোমলপানীয়ের বোতল সামনে রেখে উদাস হয়ে বসেছিল। একটু পর তার এক বন্ধু এলো—
বন্ধু: কিরে পল্টু, তোর খবর কী? উদাস হয়ে বসে আছিস কেন?
পল্টু: এই তো আছি।
বন্ধু এবার টেবিলে রাখা পানীয়টা ঢক ঢক করে খেয়ে ফেলল—
বন্ধু: বল, কী হয়েছে?
পল্টু: আর বলিস না। আজ ভাগ্যটাই খারাপ দোস্ত।
বন্ধু: কেন, কী হয়েছে?
পল্টু: জিএফের সঙ্গে সকালে ব্রেকআপ হলো। তারপর রাস্তায় গাড়িটা নষ্ট হওয়ায় অফিসে যেতে দেরি হলো। তাই বস আমাকে চাকরি থেকে আউট করে দিলো।
বন্ধু: এ আর কী ব্যাপার। জিএফ একটা গেছে দশটা আসবে। চাকরি নাই, আবার পাবি।
পল্টু: না রে দোস্ত। আমার ভাগ্যটাই খারাপ, মনের দুঃখে আত্মহত্যা করার জন্য পানীয়তে বিষ মেশালাম, তাও আবার তুই এসে খেয়ে ফেললি!
****
পরী বউ
বিল্টু বিকেলে তার বন্ধুর সঙ্গে গল্প করছে—
বিল্টু: জানিস? আমার বউ আসলে মানুষ না, পরী! আমি এতদিন বুঝতেই পারিনি।
বিল্টুর বন্ধু: বলিস কি?
বিল্টু: হ্যাঁ, গত রাতে হঠাৎ ঘুম থেকে জেগে দেখি, আমার বউ বসে আছে আর তার মুখ থেকে আলোর আভা বের হচ্ছে!
বিল্টুর বন্ধু: বলিস কি?
বিল্টু: হ্যাঁ, সেই আভা কখনো বাড়ছে কখনো কমছে। কিন্তু আমি নড়ে উঠতেই সেই আভা মিলিয়ে গেলো। আর বউ ঝট করে আমার পাশে শুয়ে পড়ল।
বিল্টুর বন্ধু: হা হা হা।
বিল্টু: তুই হাসছিস কেন?
বিল্টুর বন্ধু: ওরে গাধা,পরী টরি কিচ্ছু না। তোর বউ তোর মোবাইল ফোন চেক করছিল।
****
সংগৃহীত