কাটা ঘায়ে নুনের ছিটা
ঘরে ফিরেই করিম সাহেব উত্তেজিত ভঙ্গিতে স্ত্রীকে খুঁজতে শুরু করলেন। স্ত্রীকে দেখেই বলতে শুরু করলেন—
করিম সাহেব: কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার স্বভাবটা তোমার বাপের এখনও যায়নি, তাই না?
স্ত্রী: কেন, কী হলো আবার? এত বছরেও কি জামাই-শ্বশুরে মিল হলো না তোমাদের! কার কাটা ঘায়ে আবার নুনের ছিটা দিল আমার বাবা?
করিম সাহেব: আর কাকে দিব? আমাকেই দিছে।
স্ত্রী: কি সব বলো। আমার বাবা তোমাকে কি এমন বলেছেন যে তোমার কাটা ঘায়ে নুনের ছিটা লাগলো।
করিম সাহেব: আর বলো না। আজ দেখা হতেই ফের জিজ্ঞেস করল- আমার মেয়েকে বিয়ে করে তুমি সুখি তো?
****
আরও পড়ুন: বাংলা কৌতুক : পরীক্ষায় ১০০ পাওয়ার উপায়
শুরু করার আগে
****
আরও পড়ুন: টাহা তো মোর ধারে
স্বামী এক কথার মানুষ
স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে। এমনকি ঝগড়া গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত ! এক পর্যায়ে খাটের নিচে আশ্রয় নিল স্বামী বেচারা—
স্ত্রী: খাটের নিচে উঁকি দিয়ে বলল, বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি!
স্বামী: উত্তরে মিনমিন করে বলল, কেন কি করবে তুমি আমার? তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি!
স্ত্রী: কি বললে? কি করবে তুমি আমাকে?
স্বামী: তোমাকে ভয় পাই ভেবেছ? তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু যা বলি তাই করি।
স্ত্রী: কী বলতে চাও তুমি? কী করবে শুনি?
স্বামী: একবার যখন বলেছি আমি খাটের নিচ থেকে বের হব না। তো কিছুতেই বের হব না।
****
সংগৃহীত