চোখের মেকআপকে সুন্দর করে দেখাতে আইশ্যাডো সবসময়ই জরুরী। আবেদনময়ী স্মোকি আইজ ফ্যাশন করতে চাইলে আপনাকে আইশ্যাডো ব্যবহার করতে হবে। আইশ্যাডো ব্যবহার করতে হলে আইশ্যাডো লাগানোর নিয়ম জানা দরকার। আজকে জেনে নিন আইশ্যাডো লাগানোর টিপস।
আরও পড়ুন: চোখের কালো দাগ দূর করার উপায়
আইশ্যাডো লাগানোর টিপস
প্রথমেই প্রাইমার লাগিয়ে নেবেন। চোখের পাতার উপর তৈলাক্ত থাকে বলে আই শ্যাডো ধরতে চায় না। এজন্য আইশ্যাডোর শেডটা সুন্দরভাবে পেতে চাইলে অবশ্যই প্রাইমার লাগিয়ে নিতে হবে। যদি প্রাইমার কোন কারনে হাতের কাছে না থাকে, তখন প্রাইমারের বদলে কনসিলার লাগাতে পারেন।
আইশ্যাডো ব্লেন্ড করার জন্য ব্রাশ দরকার। ব্লেন্ডিং সুন্দর পেতে চাইলে সাধারণ ব্রাশ ব্যবহার না করা ভাল। নামী ব্র্যান্ডের কোম্পানির ব্রাশ কিনে ব্যবহার করুন।
আরও পড়ুন: শাড়ি পরার সহজ পদ্ধতি
যে কোন আইশ্যাডো কালার লাগানোর আগে চোখের পাতায় হোয়াইট বেস আইশ্যাডো লাগিয়ে নিতে হবে। এতে যে কোন আইশ্যাডো কালার আপনি চোখের পাতায় সুন্দর করে বসাতে পারবেন।
ব্রো বোন (আইব্রোর নীচের অংশ) অংশে সাদা আইশ্যাডো লাগিয়ে রাখতে পারেন। এতে চোখের পাতার কালার আইশ্যাডোর সাথে কনট্রাস্ট হয়ে খুব সুন্দর হাইলাইট দেখাবে।
নিজের চোখে আইশ্যাডো লাগানোর জন্য নিজের আইশেপ সম্পর্কে আগেই জেনে নিন। তাহলে আপনি চোখ বন্ধ রেখেও নিজের চোখে আইশ্যাডো লাগাতে পারবেন খুব সুন্দর করে।
আরওপড়ুন: রূপচর্চায় মসুর ডালের ব্যবহার
Image Source: Pixabay