মলম চিকিৎসা
অনেকদিন হয়ে যাওয়ার পরও রোগী ভালো হচ্ছেন না। তাই আবার গেলেন ডাক্তারের কাছে –
রোগী: কি ব্যাপার আপনার মলম তো কাজ করছে না?
ডাক্তার: কি বলছেন, কাজ করবে না কেন? ঠিক মতো লাগিয়েছিলেন তো।
রোগী: হ্যাঁ, ডাক্তার সাহেব।
ডাক্তার: মলম কোথায় লাগিয়েছেন?
রোগী: জাম গাছে।
ডাক্তার: জাম গাছে কেন?
রোগী: আপনি তো বলেছেন, যে জায়গায় ব্যাথা পেয়েছি সে জায়গায় লাগাতে!
****
আরও পড়ুন: টাহা তো মোর ধারে
ওর কারণেই তো আজ আমি পথের ভিখারি
ভিখারি: স্যার, ১০টা টাকা দিন। চা খাব।
বিল্টু: তুমি তো একা, ১০ টাকা লাগবে কেন? এক কাপ চায়ের দাম ৫ টাকা।
ভিখারি: আসলে আমি একা না স্যার, সঙ্গে বান্ধবীও রয়েছে।
বিল্টু: ভিক্ষা করে খাও, আবার বান্ধবীও জুটিয়েছো!
ভিখারি: স্যার বান্ধবী আমার আগে থেকেই ছিল। ওর কারণেই তো আজ আমি পথের ভিখারি।
****
আরও পড়ুন: বাংলা কৌতুক : পরীক্ষায় ১০০ পাওয়ার উপায়
সংগৃহীত