অনেকের ঠোটেই কাল দাগ দেখা যায়। তারা ঠোঁটের কালো দাগ কিভাবে দূর করব এই চিন্তা নিয়ে থাকে। আজ ঠোঁটের কালো দাগ দূর করার উপায় আপনাদের জন্য দেয়া হল। ঠোঁটের কালো দাগ দূর করতে কত পদ্ধতি ব্যবহার করি আমরা। কোমল গোলাপি ঠোঁটের জন্য সহজ ঘরোয়া প্যাক এবং টিপস আপনাদের শেখাবো। এই প্যাক ব্যবহার করে আপনি আপনার ঠোঁটের মরা চামড়া এবং কালো দাগ দূর করতে পারবেন।
আরও পড়ুন: লিপস্টিক দেওয়ার নিয়ম
প্যাক তৈরি করার পদ্ধতি
এক. প্রথমে ১ টেবিল চামচ পরিমাণ গোলাপের পাপড়ি গুঁড়া নিয়ে তার সাথে ২ চা চামচ ধনেপাতার রস মিশিয়ে নেবেন। এরপর পরিমাণ মতো মধু এর সাথে ভাল করে মিশিয়ে আঠালো পেস্ট তৈরি করে ফেলুন। এখন আপনার বানানো এই মিশ্রণ বা পেস্ট আপনার ঠোঁটে ৩০ মিনিট লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলবেন।
দুই. গ্লিসারিন ও লেবুর রস সমপরিমাণ নিয়ে একসাথে মিশিয়ে ফেলুন। এই মিশ্রণ রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে রাখবেন। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ধুয়ে ফেলবেন।
আরও পড়ুন: চোখের কালো দাগ দূর করার উপায়
তিন. ঠোঁটে ঘি ঘষুন। কিছুক্ষণ রেখে পরে ধুয়ে ফেলবেন।
চার. ১ চা চামচ দারুচিনি গুঁড়া নিয়ে তার সাথে মধু পরিমাণ মতো মিশিয়ে প্যাক তৈরি করে ফেলুন। এই প্যাক ৫ মিনিট ঠোঁটে লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলবেন।
পাঁচ. ডালিমের দানা পেস্ট বানিয়ে ঠোঁটে মাখাবেন। চাইলে এর সাথে অল্প পরিমান ঘি মিশিয়ে নিতে পারেন। এটা ঠোটের মরা চামড়া দূর করে প্রাকৃতিক ভাবে গোলাপি আভা এনে দেবে।