ওড়না দিয়ে হিজাব বাধার নিয়ম জানেন না? ওড়না দিয়ে হিজাব পরার পদ্ধতি খুবই সহজ। আজই শিখে নিন। আজ আপনাদের জন্য ওড়না দিয়ে হিজাব পড়ার চারটি নতুন কৌশল শিখাবো।
আরও পড়ুন: শাড়ি পরার সহজ পদ্ধতি
হিজাবের উপকারিতা শুধুমাত্র পর্দা করা নয়। মেয়েরা নতুন নতুন ফ্যাশন ও স্টাইল করার জন্য ও হিজাব পরতে পারেন। হিজাব পরলে আপনার চুল ঢাকা থাকবে এতে আপনার চুলে রাস্তা ঘাটের ধুলো বালি পড়ে জমতে পারবে না। আপনার চুল ও রুক্ষ হবে না। অতিরিক্ত রোদ ও আপনার চুল এবং ত্বকের ক্ষতি করতে পারে। হিজাব পরে বাইরে বের হলে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
আরও পড়ুন: চুল বাঁধার সহজ পদ্ধতি
বাজারে পোশাকের দোকানে হিজাব কিনতে পাওয়া যায়। আপনি কি প্রতিদিন একই রঙের, একই ডিজাইনে হিজাব পরবেন? তাহলে নতুন রঙের, নতুন স্টাইলের জন্য কি আপনাকে অনেকগুলি হিজাব কিনতে হবে? না আপনাকে একটাও হিজাব কিনতে হবে না। আপনার প্রত্যেকটি জামার সাথে একটা করে ওড়না আছে। যেগুলি আলাদা আলাদা রঙের, আলাদা আলাদা ডিজাইনের। সেই ওড়না গুলি দিয়েই আপনি প্রতিদিন বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ডিজাইনের কাপড়ের হিজাব পরতে পারবেন।
নিচের ভিডিও টি মনোযোগ দিয়ে দেখুন, প্রয়োজনে কয়েকবার দেখুন, আপনি দশ মিনিটের মধ্যেই শিখে যাবেন ওড়না দিয়ে হিজাব পরার পদ্ধতি।
ওড়না দিয়ে হিজাব পরার নিয়ম ভিডিও
এখন থেকে স্কার্ফ বা রেডিমেড হিজাব কেনা নয়, আপনার বিভিন্ন ওড়না দিয়েই পরতে পারেন প্রতিদিন নতুন নতুন ডিজাইন এবং স্টাইলের হিজাব।
Video & Photo Credit: প্রযুক্তির ছোঁয়া