বেশিরভাগ মানুষের মুখে বিভিন্ন কারনে দুর্গন্ধ হয়। এবং এই মুখে দুর্গন্ধের জন্য অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। মুখে দুর্গন্ধ হওয়ার কারণ কি জানতে পারলে আপনি নিজেই সমাধান করতে পারবেন। আপনার মুখের দুর্গন্ধ কেন হয় বুঝতে পারলে আপনি নিজেই সমাধান করতে পারবেন।
আরও পড়ুন: দাঁত সাদা করার ঘরোয়া পদ্ধতি
১. সাইনাসের সমস্যা থাকলে নাকে ও গলায় মিউকাস জমে থাকে। তা থেকে দুর্গন্ধ তৈরি হয়। অ্যালার্জির কারণেও মুখে দুর্গন্ধ তৈরি হয়।
২. যদি নিঃশ্বাসে আঁশটে গন্ধ হয়, তাহলে বুঝতে হবে কিডনির সমস্যা রয়েছে। কিডনি ঠিকভাবে কাজ না করলে নাইট্রোজেন তৈরি হয়, যা দুর্গন্ধের জন্য দায়ী।
৩. মুখের দুর্গন্ধ অ্যামোনিয়া ধরনের হলে বুঝতে হবে ডায়াবেটিসের সমস্যা রয়েছে। কারণ দেহে ইনসুলিনের অভাব।
৪. নিঃশ্বাসে পচে যাওয়া মাংসের দুর্গন্ধ পেলে বুঝতে হবে, টনসিলের সমস্যা রয়েছে। টনসিলের কারণে সালফার উত্পন্নকারী ব্যাকটেরিয়া জন্ম নেয়। যে কারণে দুর্গন্ধ তৈরি হয়।
৫. যদি নিঃশ্বাসে দিনের প্রত্যেক সময়ে সকালে ঘুম থেকে ওঠার পর যেমন গন্ধ থাকে তাহলে বুঝতে হবে মুখের ভেতর স্যালিভা শুকিয়ে গিয়ে ব্যাকটেরিয়া উৎপন্ন হচ্ছে।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারের মেয়াদ চেনার উপায়
৬. নিঃশ্বাসে যদি টক টক গন্ধ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে খাবারে প্রোটিনের মাত্রা অতিরিক্ত বেশি হয়েছে। কারণ, কিটোনের ভাঙন।
৭. দাঁতের গোড়ায় বা মাড়িতে সংক্রমনের কারণে কিংবা পাইরিয়া থেকেও মুখে দুর্গন্ধ হয়।
৮. লিভারের সমস্যাতেও মুখে দুর্গন্ধ তৈরি হয়। নিয়মিত দাঁত মেজেও এই দুর্গন্ধ যায় না।
৯. এসিডিটির কারণে মুখে দুর্গন্ধ তৈরি করে। আলসার এবং গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে অনেক সময় পাইলেরিয়ার সংক্রমণ হয়। তা থেকে মুখে দুর্গন্ধ হতে পারে।
উপরের কারণগুলি পড়ে যদি বুঝতে পারেন এগুলির মধ্যে কোন কারনে আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে তাহলে সেটার প্রতিকার করুন অথবা ডাক্তারের সাথে পরামর্শ করুন।